বিদায়ী নায়কই বিশ্বের সেরা অল-রাউন্ডার, সাকিব সেকেন্ড
Updated By: Mar 29, 2016, 05:42 PM IST
ওয়েব ডেস্ক: ২২ গজে ব্যাগি গ্রীন জার্সিতে আর দেখা যাবে না শেন ওয়াটসনকে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচই ছিল তাঁর জীবনের শেষ আন্তর্জাতিক। 'ডু ওর বাই বাই' ম্যাচে দল হেরেছে, বিশ্বকাপের মঞ্চে শেষ হয়েছে অস্ট্রেলিয়ার সফর, ক্রিকেট সফর শেষ হয়েছে ওয়াটসনেরও। তবে ক্রিকেট জীবনের উপসংহারে একটা পাতা বরাদ্দ থাকল বিশ্ব সেরাদের সেরা হওয়ার নজিরে। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শেন ওয়াটসনই এক নম্বর।
এক নজরে, শেষ আন্তর্জাতিকে শেন ওয়াটসন-
১৬ বলে ১৮ রান।
৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট।
সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্যাচগুলোর মধ্যে একটি শেন ওয়াটসনের।
সেরা পাঁচ অল-রাউন্ডার
শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
সাকিব-আল-হাসান (বাংলাদেশ)
শাহিদ আফ্রিদি (পাকিস্তান)
গ্লেন ম্যাক্সয়েল (অস্ট্রেলিয়া)
মার্লন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)