ম্যাচ গড়াপেটা নিয়ে কড়া পদক্ষেপ আইসিসি-র
সম্প্রতি মুনাওয়ারকে আল-জাজিরা টিভিতে সম্প্রচারিত এক তথ্যচিত্রে দেখা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ম্যাচ গড়াপেটায় অভিযুক্তকে ধরতে এবার নতুন পদক্ষেপ নিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। অনিল মুনাওয়ার নামের এক ব্যক্তি ম্যাচ গড়াপেটার পাণ্ডা- তাঁর ব্যাপারে তথ্য সংগ্রহ করতেই এবার ম্যাচ গড়াপেটার এক বিশ্লেষক সংস্থাকে ভাড়া করল আইসিসি।
আরও পড়ুন - তাঁর নাম 'বুম-বুম' কে রেখেছিলেন ? জানালেন আফ্রিদি
অনিল মুনাওয়ার নামের এই ব্যক্তিকে নিয়ে আইসিসি-র যত মাথাব্যাথা। কারণ সম্প্রতি আল-জাজিরা টিভি চ্যানেলের 'স্টিং অপারেশন'-এ দেখা গেছে, মুনাওয়ার দাবি করছেন, সাম্প্রতিককালে বেশ কিছু টেস্ট ম্যাচের সেশনে নাকি গড়াপেটা হয়েছে। মঙ্গলবার আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, "সংশ্লিষ্ট টিভি চ্যানেলের মাধ্যমে যা জানা গিয়েছে, তার উপর ভিত্তি করেই ম্যাচ গড়াপেটার বিশ্লেষক একটি সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, যে ম্যাচগুলি নিয়ে গড়াপেটার অভিযোগ উঠেছে, তার যাবতীয় তথ্য খুঁটিয়ে পরীক্ষা করা।"
The ICC is appealing for your help to identify this man; a suspected match-fixer known as Aneel Munawar.
More https://t.co/hJu0rVL8ch pic.twitter.com/8cfNrgrYvI
— ICC (@ICC) August 28, 2018
সম্প্রতি মুনাওয়ারকে আল-জাজিরা টিভিতে সম্প্রচারিত এক তথ্যচিত্রে দেখা গিয়েছে। যেখানে দেখা যায় ভারত ও পাকিস্তানের দুই ক্রিকেটারকে। ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলা ওই ক্রিকেটারের নাম রবিন মরিস। আর পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হাসান রাজা। সেই তথ্যচিত্রে মুনাওয়ার ম্যাচ গড়াপেটা সংক্রান্ত যে সব অভিযোগ করেছিলেন, তা খতিয়ে দেখতেই আসরে নামছে আইসিসির দুর্নীতিদমন শাখা। তথ্যচিত্রে মুনাওয়ার দু'টি টেস্টে গড়াপেটা হয়েছে বলে উল্লেখ করেন। যার একটি আবার ২০১৭ সালে রাঁচিতে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়া ক্রিকেটে আবারও স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনে ওই আল-জাজিরা টিভি। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তদন্তে করে এ ব্যাপারে ক্রিকেটারদের জড়িত থাকার কোনও প্রমাণ খুঁজে পায়নি।