IND vs PAK, ICC ODI World Cup 2023: আহমেদাবাদেই 'মাদার অফ অল ব্যাটল'! সূচি ঘোষণা করতে চলেছে আইসিসি

IND vs PAK, ICC ODI World Cup 2023: ভারত বনাম পাক ম্যাচ নিয়ে এর আগেও জটিলতা তৈরি হয়েছে। ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ থেকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নিয়েও অনেক জট পেকেছিল। কিন্তু দিনের শেষে সব ইগো ও রাজনীতির লড়াইকে পিছনে ফেলে জিতেছিল ক্রিকেট। এবারও তেমনই কিছু ঘটবে বলে আশা করছে ক্রিকেট দুনিয়া।

Reported By: সব্যসাচী বাগচী | Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 26, 2023, 12:15 PM IST
IND vs PAK, ICC ODI World Cup 2023: আহমেদাবাদেই 'মাদার অফ অল ব্যাটল'! সূচি ঘোষণা করতে চলেছে আইসিসি
আহমেদাবাদেই 'মাদার অফ অল ব্যাটল'।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনীহা থাকলেও আহমেদাবাদেই (Ahmedabad) ভারতের (India) বিরুদ্ধে পাকিস্তানের (Pakistan) মধ্যে 'মাদার অফ অল ব্যাটল' আয়োজিত হতে চলেছে। হাইব্রিড মডেলে এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন নিয়ে নাকি আপত্তি তুলেছেন পিসিবি-র (PCB) সম্ভাব্য চেয়ারম্যান মহম্মদ জাকা আশরাফ (Muhammad Zaka Ashraf)। এমন প্রেক্ষাপটে ভারতের মাটিতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলতে আসার আগে, বাবর আজমদের (Babar Azam) দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে একাধিক ভেন্যু সংক্রান্ত অজুহাত খাড়া করা হচ্ছিল। যদিও এই ইস্যু নিয়ে পাক বোর্ডের তরফ থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে আপাতত খবর যা, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৭ জুন, মুম্বইয়ে ৫০ ওভারের বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে যেতে পারে। অনুষ্ঠানে মুম্বইয়ে আইসিসি (ICC) ও বিসিসিআই-এর (BCCI) শীর্ষ কর্তারাও উপস্থিত থাকবেন। সেখানেই বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার কথা। সূত্র মারফত জানা গিয়েছে, বিশ্বকাপে রোহিত শর্মা (Rohit Sharma) বনাম বাবর আজমের (Babar Azam) দলের মধ্যে বাইশ গজের লড়াই, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই (Narendra Modi Stadium) আয়োজিত হতে চলেছে। 

এশিয়া কাপ নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চাপানউতোর না থাকলে, বিশ্ব টেস্ট  চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলার সময়ই কাপ যুদ্ধের ক্রীড়াসূচি ঘোষণা করা দেওয়া হত। কিন্তু এশিয়া কাপের আয়োজন সংক্রান্ত বিষয় নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council) ও ভারতীয় বোর্ডের সঙ্গে পিসিবি-র লড়াই থামার নাম নিচ্ছিল না। পাকিস্তান স্পষ্ট বলে দিয়েছিল যে, হাইব্রিড মডেলকে খারিজ করে পাকিস্তানে গোটা কয়েক ম‌্যাচ না দিলে তারা এশিয়া কাপ তো খেলবেই না, ভারতে বিশ্বকাপ খেলতেও যাবে না।

আরও পড়ুন: EXCLUSIVE, IND vs PAK: অনীহা থাকলেও আহমেদাবাদেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বাবরদের মহারণ, হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ

আরও পড়ুন:  IND vs PAK, Ravichandran Ashwin: কোন ইস্যুতে বাবর আজমের পাকিস্তানের পাক বোর্ডকে বুঝে নিলেন টিম ইন্ডিয়ার প্রফেসর? জেনে নিন

তবে হাইব্রিড মডেলকে মেনে এশিয়া কাপ আয়োজন হওয়ার অনুমোদন পেয়ে গেলেও, সবাই ধরে নিয়েছিল প্রতিবেশী অনায়াসে বিশ্বকাপ খেলার জন্য ভারতে দল পাঠিয়ে দেবে। কিন্তু পাকিস্তান তার পরেও নাটক থামায়নি। পুরোটাই নিজেদের দেশের সরকারের উপর ছেড়ে দিয়ে এখনও টালবাহানা করছে পাক বোর্ড। শোনা যাচ্ছে নাজম শেঠি দায়িত্বে থাকার সময় আইসিসি-কে এই ইস্যু নিতে চিঠি দেওয়া হয়েছিল। মূলত দুটি ইস্যু নিয়ে মূলত চর্চা হয়েছিল। প্রথমত: ভারত বনাম পাকিস্তান ম্যাচ আহমেদাবাদ থেকে সরিয়ে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) নিয়ে আসা হোক। দ্বিতীয়ত: চেন্নাইতে আফগানিস্তান ও বেঙ্গালুরুতে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে পাক দলের খেলার কথা। ব্যাটিং পিচের কথা মাথায় রেখে নাকি দুটি ম্যাচের ভেন্যু বদল করার ব্যাপারেও দাবি করা হয়েছিল। তবে সূত্রের খবর আইসিসি ও বিসিসিআই পাকিস্তানের এই আবেদন নাকচ করে দিয়েছে। আর তাই আইসিসি-বিসিসিআইয়ের প্রস্তাবিত সূচি অনুসারেই আসন্ন ৫০ ওভারের কাপ যুদ্ধে খেলতে হবে পাকিস্তানকে। 

আইসিসি-র সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, পাক বোর্ডের জন্য আর অপেক্ষা করতে রাজি নয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আহমেদাবাদে বিরাট কোহলি বনাম শাহিন শাহ আফ্রিদিদের ম‌্যাচ ধরে নিয়েই তারা সূচি প্রকাশ করতে চলেছে। স্পনসরদের থেকে ইতমধ্যেই চাপ আসতে শুরু করেছে। আইসিসি-র কারও কারও বক্তব‌্য হল, পাকিস্তান কয়েকটা ম‌্যাচের কেন্দ্র বদলানোর আবেদন করেছে চিঠিতে। কিন্তু নির্দিষ্ট করে ভারত ম‌্যাচ আহমেদাবাদ থেকে সরাতে হবে, কোথাও বলেনি। যে কারণে, ১৫ অক্টোবরের আহমেদাবাদে ভারত ম‌্যাচ পাকিস্তান খেলবে বলে আপাতত ধরে নিচ্ছে আইসিসি।

ভারতের সম্ভাব্য সূচি

ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই

ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি

ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ

ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে

ভারত বনাম নিউ জিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা

ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ

ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা

ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.