ICC Men's T20 World Cup 2024: চব্বিশ দেখবে ২০ দলের টি-২০ বিশ্বযুদ্ধ!

আগামী দু'বছরে সব মিলিয়ে মোট ৬৬টি দেশ ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার লড়াই করবে। ২৮টি দেশ থাকছে শুধুমাত্র ইউরোপ মহাদেশ থেকেই। এছাড়াও আফ্রিকা থেকে ১৪টি, এশিয়া থেকে ৯টি, আমেরিকা মহাদেশ থেকে ৮টি ও ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে ৭টি দল থাকছে।

Updated By: Jun 1, 2022, 06:55 PM IST
ICC Men's T20 World Cup 2024: চব্বিশ দেখবে ২০ দলের টি-২০ বিশ্বযুদ্ধ!
টি-২০ বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদন: ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের (ICC Men's T20 World Cup 2024) আসর বসতে চলেছে যৌথ ভাবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়। এই বিশ্বকাপে রেকর্ড ২০টি দল অংশগ্রহণ করতে চলেছে। আয়োজক দেশ হিসাবে এমনিতেই খেলার সরাসরি ছাড়পত্র হাতে পেতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। 

চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে। বিশ্বকাপের প্রথম ৮টি দল যোগ্যতা অর্জন করবে চব্বিশে খেলার।  চলতি বছরের টি-২০ এরপর আরও দু'টি দল অংশ নেবে, যারা নভেম্বরে টি-২০ তালিকায় থাকবে। এই ৮টি দল ছাড়া যারা টি-২০ ক্রমতালিকায় সর্বোচ্চ স্থানে থাকবে, তারা কোয়ালিফাই করবে। বাকি ৮টি দলকে কোয়ালিফাইং রাউন্ড খেলে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। ইউরোপে হবে কোয়ালিফাইং রাউন্ডের খেলাগুলি। আফ্রিকা, ইউরোপ ও এশিয়া মহাদেশ থেকে দুটি করে দল কোয়ালিফাই করবে এবং আমেরিকা মহাদেশ ও পূর্ব এশিয়া এবং প্যাসিফিক থেকে একটি করে দল কোয়ালিফাই করবে।

আগামী দু'বছরে সব মিলিয়ে মোট ৬৬টি দেশ ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার লড়াই করবে। ২৮টি দেশ থাকছে শুধুমাত্র ইউরোপ মহাদেশ থেকেই। এছাড়াও আফ্রিকা থেকে ১৪টি, এশিয়া থেকে ৯টি, আমেরিকা মহাদেশ থেকে ৮টি ও ইস্ট এশিয়া প্যাসিফিক থেকে ৭টি দল থাকছে। ২৮শে জুন থেকে শুরু হবে কোয়ালিফাইং রাউন্ডের খেলা। ২০২৪ সালে প্রথমবার ২০টি দেশকে নিয়ে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। আইপিএলের রমরমার বাজারে টি-২০ বিশ্বকাপকে আরও জমকালো করতেই এই উদ্যোগ আইসিসির বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরাই। টি-২০ ফর্ম্যাটকে জনপ্রিয় করতেই আরও বেশি দেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা আইসিসি-র।

আরও পড়ুন: Sourav Ganguly: 'নতুন কিছু শুরুর পরিকল্পনা...!' সৌরভের টুইটে জল্পনা, রহস্যভেদ করল জি ২৪ ঘণ্টা

আরও পড়ুনMS Dhoni: বিপাকে এমএস ধোনি! প্রতারণার অভিযোগে দায়ের এফআইআর
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.