ICC ODI World Cup 2023 Tickets: মাঠে বসে খেলা দেখতে চাইলে এখনই নথিভুক্ত করান নিজের নাম

ICC begin registration for tickets for ODI World Cup 2023: পূর্ব প্রতিশ্রুতি মতো আইসিসি ১৫ অগস্ট থেকেই টিকিট রেজিস্ট্রেশন শুরু করে দিল। মাঠে বসে বিরাট-রোহিতদের অ্যাকশন চাক্ষুস করার জন্য এখনই নথিভুক্ত করান নিজের নাম।

Updated By: Aug 15, 2023, 10:01 PM IST
ICC ODI World Cup 2023 Tickets: মাঠে বসে খেলা দেখতে চাইলে এখনই নথিভুক্ত করান নিজের নাম
বিরাট আপডেট চলে এল টিকিট কাটার ব্য়াপারে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১২ বছর পর ফের ভারতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পরেই ফ্য়ানদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কবে থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি ( ICC ODI World Cup 2023 Tickets) শুরু হবে। এবার ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজন করার জন্য। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর বসবে- আহমেদাবাদ (Ahmedabad), বেঙ্গালুরু (Bengaluru), চেন্নাই (Chennai), ধরমশালা (Dharamsala), দিল্লি (Delhi), হায়দরাবাদ (Hyderabad), কলকাতা (Kolkata), লখনউ (Lucknow), মুম্বই (Mumbai) ও পুণেতে (Pune)। তিরুঅনন্তপুরম (Trivandrum) ও গুয়াহাটিতে (Guwahati) হবে গা ঘামানোর ম্যাচগুলি। ২৫ অগস্ট থেকে টিকিট বিক্রি শুরু হবে ধাপে ধাপে। তবে তার ঠিক ১০ দিন আগে থেকেই শুরু হয়ে গেল রেজিস্ট্রেশন প্রক্রিয়া! আইসিসি আগেই জানিয়েছিল যে, ১৫ অগস্ট থেকেই টিকিটের জন্য নথিভুক্তকরণ শুরু হবে। কথা মতোই মঙ্গলবার থেকে শুরু হয়ে টিকিট বুকিংয়ের প্রথম ধাপ।

আরও পড়ুন: Virat Kohli On Babar Azam: দুয়ারে কাপযুদ্ধ, প্রেস্টিজ ফাইটের আগে বিরাটের বেনজির শ্রদ্ধায় বাবর! দুই দেশই আবেগি

মাঠে বসে খেলা দেখতে চাইলে এখনই নথিভুক্ত করান নিজের নাম। এমনটা জি ২৪ ঘণ্টা ডিজিটাল বলছে না, বলছে খোদ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে, নাম নথিভুক্ত করা থাকলে, সেই ব্য়ক্তির কাছে সবার আগে মেইল মারফত পৌঁছে যাবে, ভেন্যু ভিত্তিক তাঁর পছন্দের দলের ম্যাচের টিকিট বিক্রির নির্ঘণ্ট । এমনকী বিশ্বকাপের টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য আইসিসি সেই ব্যক্তির ইনবক্সে পাঠিয়ে দেবে। এই প্রতিবেদনের সঙ্গে দেওয়া লিংকে ক্লিক করলেই আপনি পৌঁছে যাবেন বিশ্বকাপের টিকিট রেজিস্টার করার ওয়েবসাইটে। তারপর পেয়ে যাবেন একটি ফর্ম। সেই ফর্মে নিজের নাম, মেইল আইডি, ফোন নম্বর, জন্মতারিখ, দেশ ও মাঠের নাম লিখে দিলেই হবে। শুধুই টিকিট নয়, বিশ্বকাপের সময় হওয়া একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কারও। তাহলে আর দেরি না করে এখনই নিজের নাম নথিভুক্ত করিয়ে নিন।

https://www.cricketworldcup.com/register

টিকিট কাটার আগে অবশ্যই এই সাতটি পয়েন্ট খুব ভালো করে পড়ে দেখবেন:

১) ২৫ অগস্ট থেকে নন-ইন্ডিয়া ওয়ার্ম-আপ ম্যাচ নন-ইন্ডিয়া ইভেন্ট ম্যাচের জন্য টিকিট কিনতে পারবেন।
২) ৩০ অগস্ট থেকে তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতে ভারতের গা ঘামানো ম্যাচের টিকিট বিক্রি হবে।
৩) ৩১ অগস্ট থেকে চেন্নাই, দিল্লি ও পুণেতে ভারতের যে খেলাগুলি হবে, সেই ম্যাচের টিকিট কেনা যাবে।
৪) ১ সেপ্টেম্বর থেকে আবার ধরমশালা, লখনউ ও মুম্বইতে রোহিতদের ম্যাচের টিকিট কেনা যাবে।
৫) ২ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচের টিকিট বিক্রি হবে।
৬) ৩ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণের জন্য টিকিট কাটা যাবে। ১৪ অক্টোবর যে ম্যাচ হবে আহমেদাবাদে।
৭)  ১৫ সেপ্টেম্বর থেকে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু।

আরও পড়ুন: Sri Lanka: মাথায় আকাশ ভেঙে পড়ল দ্বীপরাষ্ট্রের! কাপযুদ্ধের আগেই অবসর নক্ষত্র ক্রিকেটারের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.