I League 2019-20: কল্যাণীতে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে আজ অভিযান শুরু ইস্টবেঙ্গলের

আলেসান্দ্রো দল ঠিক করেন ম্যাচের দিন সকালে। তাই ম্যাচের ২৪ ঘন্টা আগেও ইস্টবেঙ্গলের অনুশীলন দেখে প্রথম একাদশ বোঝা কঠিন।

Updated By: Dec 4, 2019, 06:20 AM IST
I League 2019-20: কল্যাণীতে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে আজ অভিযান শুরু ইস্টবেঙ্গলের

নিজস্ব প্রতিবেদন :  এবার আসল লড়াই শুরু ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রোর। আই লিগকে পাখির চোখ করেই পাঁচ মাস ধরে নিজের দলকে সাজিয়েছিলেন স্প্যানিশ কোচ। শতবর্ষের বছরে তাই কলকাতা লিগ, ডুরান্ড হাতছাড়া হওয়ার পরও আফশোস করেননি তিনি। তবে শতবর্ষের বছরে ক্লাবকে বহু মূল্যবান আই লিগ খেতাব দিতে মরিয়া লাল-হলুদের হেডস্যার।

লিগ অভিযানের ২৪ ঘন্টা আগে কোলাডোদের চার্জড আপ করার কাজটাও দক্ষ হাতে সামলালেন আলেসান্দ্রো। এই ইস্টবেঙ্গল দল কোনও একজন ফুটবলারের উপর নির্ভরশীল নয়। কারণ স্প্যানিশ কোচের কাছে সব ফুটবলারই সমান গুরুত্বপূর্ণ। সমর্থকদের যাবতীয় ভরসা তাদের স্প্যানিশ কোচকে ঘিরেই। বুধবার কল্যাণীতে আই লিগ অভিযানের আগে তাই প্রত্যাশার চাপের পাহাড়ে বসে আলেসান্দ্রো। কারণ ইস্টবেঙ্গল সমর্থকদের বিশ্বাস পারলে হয়তো তিনিই পারবেন, ১৬ বছরের খরা মেটাতে।

আরও পড়ুন- মেয়াদ কমছে জাতীয় দলের নির্বাচকদের!

আলেসান্দ্রো দল ঠিক করেন ম্যাচের দিন সকালে। তাই ম্যাচের ২৪ ঘন্টা আগেও ইস্টবেঙ্গলের অনুশীলন দেখে প্রথম একাদশ বোঝা কঠিন। এমনকি দলের প্রত্যেক ফুটবলারকেই বলে রাখেন ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে। রিহ্যাবে রয়েছেন বোরজা আর ডিকা। ইস্টবেঙ্গল কোচ আশা করছেন, বোরজার মতো ডিকাকেও হয়তো ডার্বির আগে পাওয়া যাবে না। তবে যারা নেই তাদের নিয়ে আপাতত ভাবতে নারাজ লাল-হলুদ কোচ।

আরও পড়ুন- মেসির ব্যালন ডি'ওর জেতার রাতেই পুরস্কার জিতলেন রোনাল্ডো

রিয়াল কাশ্মীরের রক্ষণ ভাঙতে উইং প্লে-তেই বিশেষ জোর দিচ্ছেন আলেসান্দ্রো। মূলত দুই সাইডব্যাক আর দুই উইংয়ের সঙ্গে ফরোয়ার্ডদের বোঝাপড়া বাড়াতেই বিশেষ অনুশীলন করান লাল-হলুদ কোচ। রিয়াল কাশ্মীরের বড় চেহারার ফুটবলারদের বিরুদ্ধে ফায়দা তুলতে গ্রাউন্ড পাস আর সেট পিসকেই প্রধান হাতিয়ার করছেন আলেসান্দ্রো।  বুধের ম্যাচে তিন কাঠির নীচে হয়তো থাকছেন রালতে। রক্ষণে ক্রেস্পি মার্তির সঙ্গে আসির আখতার কিংবা মেহতাব সিং। দুই সাইডব্যাক কমলপ্রীত আর অভিষেক আম্বেকরের শুরুতে খেলার সম্ভাবনা। মাঝমাঠে নেতা কাসিমের সঙ্গে হয়তো নাওরেম, পিন্টু আর হুয়ান মেরা গঞ্জালেস। কোলাডো-মার্কোস স্প্যানিশ জুটিকে সামনে রেখেই ছক কষছেন আলেসান্দ্রো। বিপক্ষের খেলার ভিডিও ফুটেজ দেখে রণনীতিও সাজিয়ে ফেলেছেন স্প্যানিশ কোচ। ঘরের মাঠ থেকে মূল্যবান ৩ পয়েন্ট তুলতে আলেসান্দ্রোর দলের ফুটবলারদের শরীরী ভাষাও ইতিবাচক।

 

.