মেয়াদ কমছে জাতীয় দলের নির্বাচকদের!
এর আগে বোর্ডের নির্বাচকদের মেয়াদ ছিল ৫ বছর। সেটাকে আগেই কমিয়ে ৪ বছরে করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : বাড়ছে না নির্বাচকদের মেয়াদ- রবিবারই বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষে স্পষ্ট করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কার্যত সেটাই সত্যি হতে চলেছে এবার। মেয়াদ কমছে নির্বাচকদের। চার বছর থেকে কমিয়ে তিন বছরের মেয়াদ করার ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের।
আরও পড়ুন- প্রত্যেক সিরিজেই অন্তত একটা দিন-রাতের টেস্টের ভাবনা সৌরভের বোর্ডের
এর আগে বোর্ডের নির্বাচকদের মেয়াদ ছিল ৫ বছর। সেটাকে আগেই কমিয়ে ৪ বছরে করা হয়েছে। এবার আরও এক বছর মেয়াদ কমানোর ভাবনা বোর্ডের। বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি নিজেই জানিয়েছেন, "বিশ্বকাপকে মাথায় রেখেই নির্বাচকদের মেয়াদ চার বছর করা হয়েছিল। আমার মনে হয়, নির্বাচকদের জন্য তিন বছরের মেয়াদ করা উচিত।"
আরও পড়ুন- মেসির ব্যালন ডি'ওর জেতার রাতেই পুরস্কার জিতলেন রোনাল্ডো
ইতিমধ্যেই নির্বাচক প্রধান এমএসকে প্রসাদের মেয়াদ ফুরিয়ে গেছে। তাঁর পরিবর্তে নির্বাচক কমিটির প্রধান হতে পারেন প্রাক্তন লেগস্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন।