বিপক্ষ ফুটবলারকে থুতু দিয়ে বড় সড় শাস্তির মুখে জবি জাস্টিন

জরুরি ভিত্তিতে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়ে দিল আপাতত নির্বাসিত থাকতে হবে জবিকে।

Updated By: Feb 26, 2019, 06:25 PM IST
বিপক্ষ ফুটবলারকে থুতু দিয়ে বড় সড় শাস্তির মুখে জবি জাস্টিন

নিজস্ব প্রতিবেদন : রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলা হচ্ছে না ইস্টবেঙ্গল স্ট্রাইকার জবি জাস্টিনের। বিপক্ষ দলের ফুটবলারকে থুতু দিয়ে শাস্তি পেলেন লাল-হলুদের কেরালার এই স্ট্রাইকার। সোমবার যুবভারতীতে আইজল এফসি-র বিরুদ্ধে ম্যাচের ৭০ মিনিট নাগাদ করিমের সঙ্গে জবি জাস্টিনের ধাক্কাধাক্কি হয়। জবি জাস্টিন মাটিতে পরে যাওয়ার পর দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় করিম ওমোলোজাকে। কিন্তু বার বার করিম রেফারিকে কিছু একটা দেখানোর চেষ্টা করেন। রেফারির দৃষ্টি এড়িয়ে গেলেও টিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন - কোচের নির্দেশ অমান্য করায় জরিমানা করা হল কেপাকে

এদিকে বৃহস্পতিবারই রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। তার আগে জরুরি ভিত্তিতে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়ে দিল চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নির্বাসিত থাকতে হবে জবিকে। ইতিমধ্যে শো-কজও করা হয়েছে কেরালার এই স্ট্রাইকারকে। যার অর্থ জবিকে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে পাবেন না আলেজান্দ্রো। রবিবারই ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে হাজিরা দিতে হবে জবিকে। তবে ফেডারেশনের নিয়ম বলছে, তদন্তে দোষী প্রমানিত হলে ন্যূনতম ছয় ম্যাচ সাসপেন্ড হতে পারেন জবি জাস্টিন। সেই সঙ্গে হতে পারে জরিমানাও। ফলে চলতি মরশুমে আই লিগে আর হয়তো খেলা হবে না জবি জাস্টিনের।

.