কোচের নির্দেশ অমান্য করায় জরিমানা করা হল কেপাকে
নিজেই বলেছেন 'বড় ভুল' হয়ে গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : রবিবার ওয়েম্বলিতে লিগ কাপের ফাইনালে মাঠে নজিরবিহীনভাবে বিদ্রোহ করে বসেন চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা। শেষপর্যন্ত টাইব্রেকারে ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরে যায় ব্লুজরা। কোচের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে এবার জরিমানার কবলে পড়লেন কেপা।
VIDEO: Maurizio Sarri tries to substitute Kepa Arrizabalaga but the goalkeeper refuses to come off.
The disrespect!pic.twitter.com/WaP2BborO4
— Futbol World (@FutbolWorId) February 24, 2019
ম্যাচ চলাকালীন পায়ে চোট লাগে আরিজাবালাগার। তাই ১১৯ মিনিটে তাঁর জায়গায় টাইব্রেকারের জন্য আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবাইয়েরোকে নামাতে চেয়েছিলেন কোচ মৌরিসিও সাররি। তবে হাত নেড়ে মাঠ থেকে উঠে যেতে অস্বীকার করেন কেপা। কেপার এমন ব্যবহারে ডাগআউটে ক্ষেপে আগুন হয়ে যান ইতালিয়ান কোচ। হাতের নোটবুক মাটিতে আছড়ে ফেলে ড্রেসিংরুমে ঢুকে যেতেও দেখা যায় সাররিকে৷ ম্যাচটি টাইব্রেকারে হেরে যায় চেলসি। এই ঘটনার পরই জরিমানা করা হয় চেলসির স্প্যানিশ গোলকিপার কেপাকে। কেপার এক সপ্তাহের বেতন জরিমানা করা হয়েছে বলে খবর ক্লাবসূত্রে। যদিও কোচ, সতীর্থ এবং সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন কেপা আরিজাবালাগা। নিজেই বলেছেন 'বড় ভুল' হয়ে গিয়েছে।
আরও পড়ুন - পাকিস্তান সুপার লিগে খেললে আইপিএলে নিষেধাজ্ঞা ক্রিকেটারদের! ইঙ্গিত বিসিসিআই-এর