স্লেজিং না করেও সাফল্য পাওয়া যায়, ধোনির উদাহরণ টেনে নিজের সাফল্যের ব্যাখ্যা ঋদ্ধির
Updated By: Aug 7, 2017, 11:47 PM IST
ব্যুরো: কলম্বো টেস্টে কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুজের দুটি দুরন্ত ক্যাচ নিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। অধিনায়ক বিরাট কোহলিও জানিয়ে দিয়েছেন এই মূহুর্তে ঋদ্ধিই ভারতের সেরা উইকেটরক্ষক। ঋদ্ধি অবশ্য একেবারেই কুল। বাংলার এই ক্রিকেটার সকলের সামনে আনলেন তার সাফল্যের গোপন অস্ত্রটি। হার্দিক পান্ডিয়া ও সামির পেস বলে কি স্ট্র্যাটেজি নিয়েছিলেন তাও জানালেন।
তবে ঋদ্ধি সবচেয়ে বেশি উপভোগ করছেন বাউন্সি-ঘূর্নি পিচে অশ্বিন-জাদেজার বোলিংয়ের বিরুদ্ধে উইকেট কিপিং। সাফল্যের সময়ও ভোলেননি তার প্রাক্তন অধিনায়ক ধোনিকে। ঋদ্ধির সাফ কথা উইকেটের পছনে দাঁড়িয়ে স্লেজিং না করেও সাফল্য পাওয়া যায়। তার চরম উদাহরণ ধোনি।