বোল্টই শ্রেষ্ঠ দৌড়বিদ: বিরাট
ব্যুরো: কিংবদন্তী ক্রীড়াবিদদের বিদায় আপেক্ষিক। তারা তাদের ইভেন্টে মাইলস্টোন। যেটাকে লক্ষ্য করে এগিয়ে চলে ভবিষ্যত প্রজন্ম । সেই বার্তাই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ট্র্যাকে দিলেন সোনাজয়ী জাস্টিন গ্যাটলিন।
দৌড় শেষে চ্যাম্পিয়ন জাস্টিন গ্যাটলিন মাথা নত করে যেভাবে বোল্টকে সম্মান দেখিয়েছেন তাতে মুগ্ধ কোহলি। তার মতে এই সম্মান পাওয়ার যোগ্য বোল্ট। কারণ বোল্টের চেয়ে বড় দৌড়বিদ আর কেউ আছেন বলে তিনি মনে করেন না। আন্তর্জাতিক আঙিনায় বোল্টের মতন আর কেউ এই দাপট দেখাতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভারত অধিনায়ক। এমনকী কোহলি মনে করেন খুব তাড়াতাড়ি কেউ এই রেকর্ড ভাঙতেও পারবেন না। ট্র্যাক এন্ড ফিল্ডে কিংবদন্তী উসেইন বোল্ট । যার জীবনের সবই ছিল সোনার ঝড়, সেই বোল্ট রবিবার ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্চ জিতে বিদায় জানালেন তার অ্যাথলেটিক্স কেরিয়ারকে।