Novak Djokovic On Lionel Messi: 'মেসিই রোল মডেল'! আর্জেন্টাইনে আচ্ছন্ন রোনাল্ডো ভক্ত টেনিস কিংবদন্তি

Novak Djokovic On Lionel Messi: অ্যান্ডি মারের পর এবার নোভাক জকোভিচ। লিওনেল মেসির ম্যাজিকে আচ্ছন্ন সার্বিয়ান টেনিস কিংবদন্তি। জোকার সাফ বলছেন যে, তিনি মেসির গুণমুগ্ধ। মেসির ওপর তাঁর শ্রদ্ধা অন্য জায়গায়।

Updated By: Dec 23, 2022, 02:11 PM IST
Novak Djokovic On Lionel Messi: 'মেসিই রোল মডেল'! আর্জেন্টাইনে আচ্ছন্ন রোনাল্ডো ভক্ত টেনিস কিংবদন্তি
মেসিতে মোহিত জকোভিচ

\জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মহাবিশ্বে আর কোন কোন ক্রীড়ানক্ষত্রের বলা বাকি আাছে যে, তিনি লিওনেল মেসির (Lionel Messi) ফ্যান নন! এই মর্মেই চলতে পারে ভোট। টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic) ছিলেন কাতারে। লুসেল স্টেডিয়ামে বসে দেখেছেন বিশ্বকাপ ফাইনাল (FIFA World Cup Final 2022)। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করেছেন ফুটবল বিধাতা। রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সলা হয়েছিল পেনাল্টি শ্যুটআউটে। আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে (Argentina vs France)।এখনও মেসি ম্যাজিকে আচ্ছন্ন সার্বিয়ান সুপারস্টার। এই মুহূর্তে বিশ্বের পাঁচ নম্বর টেনিস জকোভিচ। টেনিসের সর্বকালের সেরাদের একজন তিনি। ২১ গ্র্যান্ডস্ল্যামের মালিক বলছেন, 'মেসিই রোল মডেল'!

জকোভিচ টেনিস ইএসএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'বিশ্বকাপের ফাইনাল দেখতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে। অনেকের মতে এটাই সেরা বিশ্বকাপ ফাইনাল। কী অসাধারণ সমাপতন। আর্জেন্টিনা জিতল। কীভাবে ওদের দেশে স্বাগত জানানো হল। অসাধারণ বললেও কম। শুধু স্পোর্টস ফ্যান হিসাবেই নয়, ফুটবল ফ্যান হিসাবেও আমি মেসির গুণমুগ্ধ। ওকে আমি বিরাট সম্মান করি। আমার মনে হয় বিশ্বের অধিকাংশ মানুষই ওর কৃতিত্বে খুশি। কী বিনয়ী একজন। একেবারে মাটির মানুষ। সাফল্য যার মাথা ঘুরিয়ে দেয়নি কখনও।' ফাইনাল দেখার পর জকোভিচ ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে লিখেছিলেন, 'সাফল্যের সঙ্গে বিশ্বকাপ আয়োজন করার জন্য কাতারকে আমি শুভেচ্ছা জানাই। এটা সম্মানের ও গৌরবের যে, ফাইনাল মাঠে বসে দেখেছি। আমার দেখা অন্যতম সেরা ফুটবল ম্যাচ। ধন্য়বাদ এই অসাধারণ দৃশ্যপটের জন্য। অভিনন্দন আর্জেন্টিনা।'

আরও পড়ুনWatch | OnlyFans: পুরুষদের কাছে যৌনতার চেয়েও এগিয়ে ফুটবল: রিচার্লিসনকে গোপনাঙ্গে রাখা 'লাস্ট ভার্জিন'

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Novak Djokovic (@djokernole)

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই, একটা কথা বারবার সকলে বলছিলেন, মেসির হাতে কাপ না উঠলে সম্ভবত 'পোয়েটিক জাস্টিস' হবে না। আর সেটাই হয়েছে। মেসি ম্য়াজিকে মোহিত সারা বিশ্ব। ফুটবলাররাই নন, স্পোর্টসদুনিয়ার অন্য খেলার মহারথীরাও মজে মেসি ম্যানিয়ায়। জোকারের আগে আরেক টেনিস নক্ষত্র অ্যান্ডি মারেও ট্যুইট করে লিখেছিলেন, মেসিই কি সর্বকালের সেরা অ্যাথলিট? ফুটবল ভুলে যান। হোয়াট আ ম্যান!'। বোঝাই যাচ্ছে মেসির প্রভাব ঠিক কতটা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.