টানা ১৩২টা ম্যাচ একটা দলে খেলার পর অন্য দলের জার্সিতে যিনি নামলেন IPL-এ

রাজনীতি, ফুটবলের ময়দানে তো আকছার জার্সি বদলের ঘটনা ঘটে। সবে ৯ বছরে পা দেওয়া আইপিএলেও ফ্র্যাঞ্চাইজি বদল হয়। সেই জার্সি বদলের যুগে সুরেশ রায়নার এক অনন্য কীর্তি। টানা ১৩৩টা আইপিএল ম্যাচ খেলতে নামছেন রায়না। এর আগে টানা ১৩২টা ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন রায়না। কিন্তু নানা কেলেঙ্কারির জেরে সিএসকে নির্বাসিত আইপিএল থেকে।

Updated By: Apr 11, 2016, 08:08 PM IST
টানা ১৩২টা ম্যাচ একটা দলে খেলার পর অন্য দলের জার্সিতে যিনি নামলেন IPL-এ

ওয়েব ডেস্ক: রাজনীতি, ফুটবলের ময়দানে তো আকছার জার্সি বদলের ঘটনা ঘটে। সবে ৯ বছরে পা দেওয়া আইপিএলেও ফ্র্যাঞ্চাইজি বদল হয়। সেই জার্সি বদলের যুগে সুরেশ রায়নার এক অনন্য কীর্তি। টানা ১৩৩টা আইপিএল ম্যাচ খেলতে নামছেন রায়না। এর আগে টানা ১৩২টা ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন রায়না। কিন্তু নানা কেলেঙ্কারির জেরে সিএসকে নির্বাসিত আইপিএল থেকে।

নিলামের পর রায়না এখন নতুন দল গুজরাট লায়ন্সের অধিনায়ক। আজ, সোমবার মোহালিতে রায়না খেলতে নামলেন তাঁর ১৩৩তম ম্যাচ, প্রতিপক্ষ কিংস ইলেভেন পঞ্জাব। আইপিএলে এখন পর্যন্ত কোনও ম্যাচ মিস করেননি বাঁ হাতি এই তারকা ব্যাটসম্যান।

দেখে নেওয়া যাক মোহালিতে আজ আইপিএল নাইনের তৃতীয় ম্যাচে দু দলের প্রথম একাদশ--

কিংস ইলেভেন পঞ্জাব- মনন ভোরা, মুরলী বিজয়, গ্লেন ম্যাক্সওয়েল, ঋদ্ধিমান সাহা, ডেভিড মিলার, অক্ষর প্যাটেল, এমপি স্টোনিস, পি সাহু, মিচেল জনসন, মোহিত শর্মা, সন্দীপ শর্মা।

গুজরাট লায়ন্স- অ্যারন ফিঞ্চ, ব্র্যানডন ম্যাকালাম, সুরেশ রায়না, দীনেশ কার্তিক, ডয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, জেমস ফকনার, ইশান কিষান, প্রবীণ কুমার, পি সাংওয়ান, এস লাড্ডা।

.