ম্যান ইউ থেকে পুরস্কার এল পাণ্ডিয়ার জন্য
দলের অনেকেই বলে থাকেন, হার্দিকের ফুটবল স্কিল বেশ ভাল।
নিজস্ব প্রতিনিধি : ফুটবল খেলে ট্রেনিং সেশন শুরু হবে। ভারতীয় ক্রিকেট দলে এমন একটা প্রথা চালু করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর সেই প্রথা এখনও চলছে। তবে এখন সব সময় যে ট্রেনিং সেশনের শুরুতেই ফুটবল খেলা হয় এমন নয়। কিন্তু ট্রেনিংয়ের একটা সেশনে বিরাট, রোহিতরা সাধারণত ফুটবল খেলেন। ওয়ার্ম-আপ গেম হিসাবে। টিম ইন্ডিয়ার এই ফুটবল টিমে 'তারকা' হার্দিক পাণ্ডিয়া। দলের অনেকেই বলে থাকেন, হার্দিকের ফুটবল স্কিল বেশ ভাল।
Delighted to bring great performers across sports together! #SportingGulf @hardikpandya7 @ManUtd pic.twitter.com/afzEPRBrI6
— Gulf Oil India (@GulfOilIndia) June 21, 2018
আরও পড়ুন- ইংল্যান্ড সফরের আগে কোহলির হুঙ্কার, ১১০ শতাংশ ফিট
ভারতীয় দলের সেই 'ফুটবলার' পাণ্ডিয়া ফুটবলের প্রতি তীব্র উন্মাদনার পুরস্কার পেলেন। তাও আবার যেখান সেখান থেকে নয়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে। ফুটবলের প্রতি তাঁর এই প্রীতি স্বীকৃতি পেল বিদেশেও। এত বড় একটা প্রাপ্তি ভক্তদের সঙ্গে শেয়ার না করে পারলেন না পাণ্ডিয়া। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে একটি জার্সি উপহারস্বরূপ পাণ্ডিয়াকে পাঠানো হয়। ভারতীয় অলরাউন্ডার সেটা হাতে পেয়ে উচ্ছ্বাসে ভাসতে ভাসতে টুইটারে লেখেন, ''ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে অনেক ধন্যবাদ। এটা সোজাসুজি আমার বাড়ির দেওয়ালে জায়গা পাবে।''
আরও পড়ুন- ৮ ম্যাচ নির্বাসিত হতে পারেন চান্দিমল!