Hardik Pandya: আরব সাগরের তীরে শুরু হার্দিক-রাজ, এরই মাঝে সোশ্যালে কমল ৪ লাখ অনুরাগী

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হওয়া হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্সে দুই বছর অধিনায়কত্ব করেছেন। এর পরে আবার তিনি মুম্বই ফ্র্যাঞ্চাইজিতে ফিরেছেন। পান্ডিয়া তাদের অভিষেক মরসুমে গুজরাট টাইটানসকে আইপিএল শিরোপা জিততে সাহায্য করেন।

Updated By: Dec 16, 2023, 12:17 PM IST
Hardik Pandya: আরব সাগরের তীরে শুরু হার্দিক-রাজ, এরই মাঝে সোশ্যালে কমল ৪ লাখ অনুরাগী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ মরসুমের আগে হার্দিক পান্ডিয়াকে তাদের নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে মুম্বই দল। এর এক ঘন্টার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স টুইটারে ৪০০,০০০ ফলোয়ার হারিয়েছে বলে জানা গিয়েছে। ১৫ ডিসেম্বর পান্ডিয়াকে দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। গুজরাট টাইটান্সের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি রোহিত শর্মার কাছ থেকে দায়িত্ব নেবেন। রোহিতের নামে পাঁচটি আইপিএল শিরোপা রয়েছে।

শর্মা ২০১৩ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের দায়িত্বে ছিলেন এবং রেকর্ড সংখ্যক শিরোপা জিতেছিলেন। তিনি মুম্বইয়ের হয়ে মোট ৫টি শিরোপা জিতেছেন। ২০২৩ সালে আইপিএলে মহেন্দ্র সিং ধোনি এই রেকর্ড ছুঁয়ে ফেলেন। শর্মা, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর থেকে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। ভারতের বিপক্ষে আইপিএল ২০২৪ থেকে তার ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেবেন না। ভারত অধিনায়ক ২০২৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের হৃদয় বিদারক হারের পর ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ফিরতে প্রস্তুত। এটি শুরু হবে ২৬ ডিসেম্বর।

আরও পড়ুন: Mohun Bagan: পিছিয়ে পড়েও নর্থইস্ট-বধ, আইএসএলে ফের জয়ের সরণিতে মোহনবাগান

১৫ ডিসেম্বর সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক পরিবর্তনের কথা ঘোষণা করে।

মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ পারফরম্যান্স মাহেলা জয়াবর্ধনে বলেছেন, ‘এটি উত্তরাধিকার নির্মাণের অংশ এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার MI দর্শনের প্রতি সত্য থাকার অংশ। মুম্বই ইন্ডিয়ান্স সবসময়ই ব্যতিক্রমী নেতৃত্বের আশীর্বাদ পেয়েছে সচিন থেকে হরভজন এবং রিকি থেকে রোহিত পর্যন্ত, যারা তাৎক্ষণিক সাফল্যে অবদান রাখার সময় সর্বদা একটি অসাধারণ নেতৃত্বের অধিকারী হয়েছে। ভবিষ্যৎ-এর জন্য দলকে শক্তিশালী করার দিকে নজর রয়েছে। এই দর্শনের সঙ্গে সঙ্গতি রেখেই হার্দিক পান্ডিয়া আইপিএল ২০২৪ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব গ্রহণ করবেন’৷

আরও পড়ুন: India Women vs England Women: দীপ্তির পঞ্চবাণে ভেঙে পড়ল ব্রিটিশ দুর্গ, ঐতিহাসিক টেস্ট জয়ের গন্ধ পাচ্ছে ভারত

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হওয়া হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্সে দুই বছর অধিনায়কত্ব করেছেন। এর পরে আবার তিনি মুম্বই ফ্র্যাঞ্চাইজিতে ফিরেছেন। পান্ডিয়া তাদের অভিষেক মরসুমে গুজরাট টাইটানসকে আইপিএল শিরোপা জিততে সাহায্য করেন।

সেখানে তারা আইপিএল ২০২২-এর ফাইনালে রাজস্থান রয়্যালসকে পরাজিত করে। হার্দিক পান্ডিয়া তিন উইকেট এবং ৩৪ রান করার পরে ফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পান্ডিয়া ২০২৩ সালেও ফ্র্যাঞ্চাইজির হয়ে ভাল ফল করেছিল। গুজারাত ফাইনালে পৌঁছে যায়। সেখানে তারা শেষ বলের থ্রিলারে এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.