হরভজন সিংয়ের টেস্ট কামব্যাকে খুশি প্রাক্তন ক্রিকেটাররা
হরভজন সিংয়ের টেস্ট দলে কামব্যাকের ব্যাপারে বিপরীত মেরুতে বিষেন সিং বেদি। তাঁর দাবি নির্বাচকরা পিছনের দিকে তাকাচ্ছেন।
ওয়েব ডেস্ক: হরভজন সিংয়ের টেস্ট দলে কামব্যাকের ব্যাপারে বিপরীত মেরুতে বিষেন সিং বেদি। তাঁর দাবি নির্বাচকরা পিছনের দিকে তাকাচ্ছেন।
হরভজন সিংয়ের টেস্ট কামব্যাকে খুশি প্রাক্তন ক্রিকেটাররা। সুনীল গাভাসকর ,সৌরভ গাঙ্গুলির মতন প্রাক্তন ক্রিকেটাররা নির্বাচকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কিন্তু ব্যতিক্রম বিষেন সিং বেদী। ভারতের এই প্রাক্তন অধিনায়ক বলেন নির্বাচকদের এই সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে তারা পিছনের দিকে তাকাতে চাইছেন।
বেদীর মন্তব্য একেবারেই সমর্থন করছেন না গাভাসকর। তিনি বলেন নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে বাংলাদেশ সফরের দল নির্বাচন করায় খুশি সানি। গাভাসকর বলেন ভাজ্জি দলে আসার ফলে ভারতীয় স্পিন বিভাগে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি হল। কারন ভাজ্জি দলে থাকা মানেই চাপ বাড়বে আর অশ্বিনের উপর। অশ্বিনও এর ফলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।