এবার ভিডিও বিকৃতির পাল্টা অভিযোগ বল-বিকৃতি কাণ্ডে জড়িত হ্যান্ডসকম্বের

এত দিন পর শেষমেশ হ্যান্ডসকম্ব মুখ খুলেছেন।

Updated By: Jul 28, 2018, 04:29 PM IST
এবার ভিডিও বিকৃতির পাল্টা অভিযোগ বল-বিকৃতি কাণ্ডে জড়িত হ্যান্ডসকম্বের

নিজস্ব প্রতিনিধি : বল বিকৃতি কাণ্ডের পর দৃষ্টান্তমূলক শাস্তির মুখে পড়েছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ। কিন্তু এই নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িত আরেক অস্ট্রেলীয় ক্রিকেটার পিটার হ্যান্ডসকম্বের কিন্তু কোনও শাস্তি হয়নি। বল-বিকৃতি কাণ্ডের পর ওয়ার্নার-স্মিথ প্রকাশ্যে অনেক কথা বললেও হ্যান্ডকম্বকে কখনও কিছু বলতে শোনা যায়নি। যদিও সেদিন অস্ট্রেলিয়ার এই মিডল অর্ডার ব্যাটসম্যান প্রথম একাদশেই ছিলেন না। তবে কেপটাউন টেস্টের ওই ঘটনার কথা উঠলে অবধারিতভাবে উঠে আসবে হ্যান্ডসকম্বের নাম।

আরও পড়ুন-  গব্বরের ব্যাগে 'দুই শূন্য', রোহিত শর্মাকে টেস্ট দলে অন্তর্ভুক্তির দাবি

মূল ঘটনা যা ছিল- ব্যানক্রফট পকেট থেকে কিছু একটা বের করে তা দিয়ে বল ঘষছেন। টেলিভিশনে সেটাই প্রথম দেখা গিয়েছিল। তার ঠিক পরেই অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান ওয়াকিটকিতে কথা বলছিলেন ডাগআউটে বসা দ্বাদশ খেলোয়াড় হ্যান্ডসকম্বের সঙ্গে। এরপর মাঠে থাকা ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে কিছু একটা নিয়ে হাসছেন হ্যান্ডসকম্ব। ভিডিওটা বারবার দেখানো হচ্ছিল টেলিভিশনে। যা দেখে মনে হয়েছে কোচের নির্দেশ পালন করে মাঠে ব্যানক্রফটকে পরামর্শ দিয়েছেন হ্যান্ডসকম্ব।

এত দিন পর শেষমেশ হ্যান্ডসকম্ব মুখ খুলেছেন। তিনি বললেন, ''২০ মিনিট আগে-পরের ফুটেজ জুড়ে বানানো হয়েছিল ক্লিপ। ফুটেজটা আমার খুব পছন্দের, কারণ অবিশ্বাস্যভাবে এটাকে এডিট করা হয়েছে। দেখানো হলো আমি ওয়াকিটকিতে কথা বলছি, পরমুহূর্তেই দৌড়ে গিয়ে ক্যামের (ব্যানক্রফট) সঙ্গে কথা বলছি। আসল ঘটনা হল, ওয়াকিটকিতে কথা বলার ২০-২৫ মিনিট পরে আমি মাঠে যাই। সেটাও এক খেলোয়াড়ের ওয়াশরুমে যাওয়ার জন্য।''

আরও পড়ুন-  ইংল্যান্ডে বিরাটের ভাংড়া নাচ, ভাইরাল ভিডিও

ব্যানক্রফটের সঙ্গে কী নিয়ে হাসাহাসি করছিলেন, তার ব্যাখ্যাও দিলেন হ্যান্ডসকম্ব। বললেন, আমরা দুজনই শর্টে ফিল্ডিং করছিলাম। তাই পাশাপাশি দাঁড়িয়ে আমি শুধু ওর সঙ্গে একটু মজা করছিলাম।'' তাহলে লেম্যান ওয়াকিটকিতে কী বলেছিলেন হ্যান্ডসকম্বকে? তাঁর ব্যাখ্যা, কোচ আমাকে জিজ্ঞেস করলেন, ''ওখানে আসলে হচ্ছেটা কী? আমি শুধু সেটার উত্তর দিয়েছিলাম। কিন্তু পুরো ঘটনাটার ব্যাখ্যা পাল্টে গেল একটা সুন্দর ভিডিও এডিটিংয়ে।''

.