হিউম-হাবাস জুটি রাইট-সৌরভ জুটিকে মনে করাচ্ছে

Updated By: Nov 28, 2015, 09:39 PM IST
হিউম-হাবাস জুটি রাইট-সৌরভ জুটিকে মনে করাচ্ছে

ওয়েব ডেস্ক: হাবাস-হিউম জুটি এখন যেন রাইট সৌরভ জুটিকে মনে করাচ্ছে। মাঠে হিউম, দ্যুতিতে ঝড় তোলা। মাঠের বাইরে  হাবাসের দুরন্ত স্ট্রাটেজি। দুইয়ের নিট  ফলে আইএসএলের শেষ চারে অ্যাটলেটিকো।  এবারের আইএসএলে একটা সময় পরপর ম্যাচ হেরে অ্যাটলেটিকোর প্লে-অফে ওঠা অনিশ্চিত হয়ে গিয়েছিল। সমালোচনার ঝড়ের সামনেও নিজের দর্শন বদলাননি কোচ হাবাস। দলের অন্দরের সমালোচকদেরও পাত্তা দেননি। নিজের স্টাইলে দল সামলেছেন। শৃঙ্খলাও  নিয়মিত  কঠোর অনুশীলনের জন্যই এই সাফল্য এসেছে, দাবি হাবাসের।    
প্লে-অফের টিকিট পাকা হয়ে গেলেও মুম্বই সিটির বিরুদ্ধে ম্যাচটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন হিউমদের হেড স্যার। এদিকে তিন দিন অনুশীলনে ছুটি থাকায় আন্দামান ঘুরতে গিয়েছিলেন অ্যাটলেটিকোর বিদেশি ফুটবলাররা। পোস্তিগা অবশ্য কলকাতাতেই রয়েছেন।
ব্যুরো
আইএসএলের প্রথম ছটি ম্যাচে গোল পাননি। অ্যাটলেটিকোর ড্রেসিংরুমে প্রশ্ন উঠতে শুরু করেছিল ইয়ান হিউমকে ঘিরে। শেষ সাতটি ম্যাচে নটি গোল করে দুরন্ত ফর্মে এই তারকা স্ট্রাইকার। আইএসএলে জোড়া হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে মেনডোজাকে তাড়া করছেন এই কানাডিয়ান। পোস্তিগার অনুপস্থিতিতে হিউমই এখন এটিকের সেরা আকর্ষণ। প্রতি ম্যাচে গোল করার পাশাপাশি মাঠ জুড়ে হিউমের অফুরন্ত দম নজর কাড়ছে বারবার। এরপরও ব্যাক্তিগত সাফল্যকে বড় করে দেখতে নারাজ এই টিম ম্যান।
প্রথম আইএসএলে কেরালার জার্সি গায়ে পাঁচটি গোল করেও চ্যাম্পিয়ন হতে পারেননি। এবার গোলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে চান হিউম।

.