ডার্বি জয় সিটির; ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডকে হারিয়ে লিগ কাপ ফাইনালের পথে ম্যান সিটি

মঙ্গলবার রাতে সেমি ফাইনালের প্রথম লেগে ম্যাঞ্চেস্টার ডার্বিতে সেয়ানে-সেয়ানে যা লড়াই হল তা ওই প্রথম দশ মিনিট।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 8, 2020, 11:46 AM IST
ডার্বি জয় সিটির; ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডকে হারিয়ে লিগ কাপ ফাইনালের পথে ম্যান সিটি

নিজস্ব প্রতিবেদন:  লিগ কাপের সেমি ফাইনালের প্রথম লেগে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল ম্য়াঞ্চেস্টার সিটি। ওল্ড ট্র্যাফোর্ডে গুয়ার্দিওয়ালার দলের বিরুদ্ধে তেমন লড়াই দিতেই পারল না সোলসজায়ারের দল।

মঙ্গলবার রাতে সেমি ফাইনালের প্রথম লেগে ম্যাঞ্চেস্টার ডার্বিতে সেয়ানে-সেয়ানে যা লড়াই হল তা ওই প্রথম দশ মিনিট। তার পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ম্যান সিটি। ১৭ মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় গুয়ার্দিওয়ালার দল। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রিয়াদ মাহরেজ। পাঁচ মিনিট পরেই আত্মঘাতী গোলে স্কোরলাইন ৩-০ হলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় ম্য়াঞ্চেস্টার সিটি।

দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের গোলে ব্যবধান কমায় ইউনাইটেড। বাকি সময়ে আর সেভাবে কোনও সুযোগ তৈরি করতে পারেনি ম্য়ান ইউ। ২৯ জানুয়ারি ইত্তিহাদ স্টেডিয়ামে লিগ কাপের সেমি ফাইনালের ফিরতি লেগ।   

আরও পড়ুন - রোহিতের পেপ টক নিয়ে তামিলনাডুর বিরুদ্ধে রঞ্জিতে নামতে চলেছে মুম্বই

.