ফের আসরে Greg Chappell, অজি অধিনায়ককে ধমক, 'কাউকে অপদস্থ করাটা নোংরামি'

নিজের দেশেরই প্রাক্তন তারকার থেকে এত কড়া ভাষার আক্রমণ শেষ কোন অজি অধিনায়ককে হজম করতে হয়েছে, বলা মুশকিল। স্টিভ ও, রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের ফেলে যাওয়া গরিমা কি তবে ধূলোয় লোটাচ্ছে!

Edited By: সুমন মজুমদার | Updated By: Jan 16, 2021, 02:31 PM IST
ফের আসরে Greg Chappell, অজি অধিনায়ককে ধমক, 'কাউকে অপদস্থ করাটা নোংরামি'

নিজস্ব প্রতিবেদন- ''তুমি অস্ট্রেলিয়ার অধিনায়ক। এটা ভুললে চলবে না। সঙ্গে এটাও মনে রাখতে হবে, কাউকে অপদস্থ করার মধ্যে কোনও গরিমা নেই। বরং কর্মক্ষেত্রে কাউকে অপদস্থ করাটা আসলে নোংরামি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কাউকে অপদস্থ করলে আসলে তোমার নিজের দুর্বলতাউই প্রকাশ পায়। পেইন, তুমি নিজের ভুল থেকে শিক্ষা নাও। এমন কিছু করো যাতে তোমার ব্যাট কথা বলে। তোমার খেলা যেন কয়েক লাখ কুচোকাঁচাকে মুগ্ধ করে। ওরা যেন তোমার মতোই হতে চায়। তোমাকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে। কিন্তু ওরা যদি তোমার ব্যবহার নকল করতে শুরু করে তা হলে কিন্তু মুশকিল। খেলার মাঠে ওদের হিরো হয়ে ওঠার চেষ্টা করো।'' 

নিজের দেশেরই প্রাক্তন তারকার থেকে এত কড়া ভাষার আক্রমণ শেষ কোন অজি অধিনায়ককে হজম করতে হয়েছে, বলা মুশকিল। স্টিভ ও, রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের ফেলে যাওয়া গরিমা কি তবে ধূলোয় লোটাচ্ছে! টিম পেন কি তবে ব্যাগি গ্রিনের ঐতিহ্য বহনের যোগ্য নন! তিনি কি অজি অধিনায়কের পদটিকে কালিমালিপ্ত করছেন! অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেল (Greg Chappell)-এর খোলা চিঠি কিন্তু এতগুলো প্রশ্ন তুলে দিয়ে গেল। অজি অধিনায়ক সিডনিতে ভারতীয় অলরাউন্ডার আর অশ্বিন (R Ashwin)-এর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে টিম পেইন (Tim Paine) ক্রমাগত অপদস্থ করার চেষ্টা করছিলেন অশ্বিনকে। তবে অশ্বিন নরম মাটিতে গড়া নন। তাই পাল্টা দিতে ছাড়েননি।

আরও পড়ুন-  Ind vs Aus: হাফ সেঞ্চুরির সুযোগ ফস্কালেন Hitman, বৃষ্টিতে বন্ধ খেলা, ৩০৭ রানে পিছিয়ে ভারত

টিম পেইনের সেই কাণ্ডের রেশ অনেকদূর ছড়িয়েছে। এবার গ্রেগ চ্যাপেলও খোলা চিঠিতে তাঁর সমালোচনা করলেন। গ্রেগ চ্যাপেল আরও লিখলেন, ''তিন বছর আগে কেপটাউনে তুমি অস্ট্রেলিয়া দলের হৃত গৌরব পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলে। তোমার কাছে অনুরোধ, ঠিক সেদিনের মতোই তুমি আবার দলকে সামনে থেকে নেতৃত্ব দাও। একটা খারাপ দিন তোমার বহু বছর ধরে অর্জিত গৌরবকে ধূলিসাত্ করতে পারে। সিডনির পর দলকে আবার ট্র্যাকে ফেরানো কিন্তু তোমারই দায়িত্ব। আসা করব সমালোচকরা তোমাকে একটা খারাপ বিকেলের জন্য কুখ্যাত করে তুলবে না!''

.