আইপিএলে ফের অবিশ্বাস্য ক্যাচ, এবার জোড়া-এবি, বিনি
আইপিএলে ব্যাটিং তাণ্ডবের মত একেবারে কমন হয়ে দাঁড়িয়েছে অবিশ্বাস্য ফিল্ডিং। আইপিএলের উদয়ে বিশ্ব ক্রিকেটে ফিল্ডিংয়ের মান যে বেড়েছে তাতে সন্দেহ নেই। সেই অবিশ্বাস্য ফিল্ডিংয়ের ফের নমুনা দেখা গেল আরসিবি-মুম্বই ইন্ডিয়ন্স ম্যাচে। মুম্বই ইন্ডিয়ন্স সহজেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালেও ম্যাচের ইউএসপি হয়ে দাঁড়াল দুটো ক্যাচ। দুটোই নিলেন আরসিবি-র ফিল্ডাররা। দুরন্ত ক্যাচের প্রথমটা নিলেন এবি ডেভিলিয়ার্স, দ্বিতীয়টা নিলেন স্টুয়ার্ট বিনি। এবি-র দুরন্ত ক্যাচে ফেরেন রোহিত শর্মা। ক্যাচ নেওয়ার পর এবি-র সেলিব্রেশনটা ছিল দেখার মত। আর আইপিএল অভিষেক হওয়া নীতীশ রানা ফিরলেন বিনি-র দুরন্ত ক্যাচে।
ওয়েব ডেস্ক: আইপিএলে ব্যাটিং তাণ্ডবের মত একেবারে কমন হয়ে দাঁড়িয়েছে অবিশ্বাস্য ফিল্ডিং। আইপিএলের উদয়ে বিশ্ব ক্রিকেটে ফিল্ডিংয়ের মান যে বেড়েছে তাতে সন্দেহ নেই। সেই অবিশ্বাস্য ফিল্ডিংয়ের ফের নমুনা দেখা গেল আরসিবি-মুম্বই ইন্ডিয়ন্স ম্যাচে। মুম্বই ইন্ডিয়ন্স সহজেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালেও ম্যাচের ইউএসপি হয়ে দাঁড়াল দুটো ক্যাচ। দুটোই নিলেন আরসিবি-র ফিল্ডাররা। দুরন্ত ক্যাচের প্রথমটা নিলেন এবি ডেভিলিয়ার্স, দ্বিতীয়টা নিলেন স্টুয়ার্ট বিনি। এবি-র দুরন্ত ক্যাচে ফেরেন রোহিত শর্মা। ক্যাচ নেওয়ার পর এবি-র সেলিব্রেশনটা ছিল দেখার মত। আর আইপিএল অভিষেক হওয়া নীতীশ রানা ফিরলেন বিনি-র দুরন্ত ক্যাচে।
দেখুন সেই দুটি ক্যাচ
বিনির ক্যাচ
Binny grabs a stunner #RCBvMI #VIVOIPLhttps://t.co/0xKzByYc03
— IndianPremierLeague (@IPL) May 11, 2016
এবি-র ক্যাচ
AB doesnt usually celebrate after a catch but this surely meant alot. #ViratKohli #RCB @imVkohli @ABdeVilliers17 pic.twitter.com/Sr2BRuKRRU
— Captains (@DhoniKohliFever) May 11, 2016