সচিন জ্বরে কাঁপছে মহানগর, হাজারো প্রস্তুতি মাস্টার ব্লাস্টারের ইডেনের ২২গজের শেষ অভিযান স্মরণীয় করে তোলার, সব কিছুর মধ্যেও স্বর্গদ্যানে নিজের শেষ টেস্টে ক্রিকেটেই আত্মহারা ক্রিকেটের ঈশ্বর
ইডেনে শেষবারের মত অনুশীলন সারলেন সচিন তেন্ডুলকর। মঙ্গলবার সকাল ৯টা ১৫-এর মধ্যেই ইডেনে চলে আসেন মাস্টার ব্লাস্টার।দশ মিনিটের মধ্যেই মাঠে চলে যান তিনি।সোমবারের মতই মঙ্গলবারও নেটে চুটিয়ে ব্যাটিং অনুশীলন করেন মাস্টার ব্লাস্টার।স্পিনার আর পেসারদের বিরুদ্ধে আলাদা করে ব্যাটিং অনুশীলন করেন তিনি।বুধবার থেকে টেস্ট শুরু। তাঁকে ঘিরে যাবতীয় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যেও টেস্ট ম্যাচে নিজের ফোকাস ধরে রাখতে চাইছেন সচিন।
ইডেনে শেষবারের মত অনুশীলন সারলেন সচিন তেন্ডুলকর। মঙ্গলবার সকাল ৯টা ১৫-এর মধ্যেই ইডেনে চলে আসেন মাস্টার ব্লাস্টার।দশ মিনিটের মধ্যেই মাঠে চলে যান তিনি।সোমবারের মতই মঙ্গলবারও নেটে চুটিয়ে ব্যাটিং অনুশীলন করেন মাস্টার ব্লাস্টার।স্পিনার আর পেসারদের বিরুদ্ধে আলাদা করে ব্যাটিং অনুশীলন করেন তিনি।বুধবার থেকে টেস্ট শুরু। তাঁকে ঘিরে যাবতীয় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যেও টেস্ট ম্যাচে নিজের ফোকাস ধরে রাখতে চাইছেন সচিন।
আকাশ থেকে গোলাপের পাপড়ি ছড়িয়ে সচিনকে বিদায় জানানোর পরিকল্পনা। ইডেন টেস্টের শেষ দিন ১৯৯ কেজি গোলাপের পাপড়ি দিয়ে সম্মান জানানো হবে সচিন তেন্ডুলকরকে। আকাশ থেকে এয়ারক্রাফ্টের মাধ্যমে গোলাপের পাপড়ি ছড়ানো হবে সচিনের উপর। ঐতিহাসিক এই ঘটনার মহড়া সেরে ফেলল বেসরকারি বিমানসংস্থাটি।
টেস্ট র্যাঙ্কিংয়ে ২৪তম স্থানে থেকে ২৪ বছরের কেরিয়ারে ইতি টানতে চলেছেন সচিন তেন্ডুলকর। বুধবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একশো নিরানব্বইতম টেস্ট ম্যাচ খেলতে নামছেন সচিন। কলকাতা এবং মুম্বই টেস্ট যদি সচিন বড় রান তুলতে পারেন তাহলে প্রথম কুড়ি জনের মধ্যে ঢুকে পড়বেন এই কিংবদন্তি ক্রিকেটার। উনিশো চুরানব্বই সালে ব্রায়ান লারাকে টপকে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন সচিন। জুন দুহাজার এগারোতে শেষ বার শীর্ষ স্থানে ছিলেন তিনি। টেস্ট কেরিয়ারে পাঁচ বার র্যাঙ্কিংয়ের চূড়ায় ছিলেন সচিন।
ইডেন টেস্ট নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হচ্ছে। সোমবার ইডেন পরিদর্শনে আসেন নগরপাল সুরজিত্ করপুরকায়স্থ। ছটপুজো ও ফিল্মফেস্টিভ্যাল শুরু হওয়ায় ইডেন টেস্ট দেখতে আসা দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিস। সোমবার ইডেন পরিদর্শনে আসেন নগরপাল সুরজিত কর পুরকায়স্থ।পরিদর্শনের শেষে ইডেনেই পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন নগরপাল।ইডেন টেস্টের শেষদিন ফিল্মফেস্টিভ্যালের উদ্বোধন।তার উপর রয়েছে ছটপুজোও। সেই দিনগুলিতে ইডেনে দর্শকদের প্রবেশ ও প্রস্থানের বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিস।
ইডেনে সচিনের ১৯৯ টেস্ট ম্যাচকে স্বরণীয় করে রাখতে, একটি বিশেষ সোনার মুদ্রা দিয়ে টস করার পরিকল্পনা নিয়েছে সিএবি। সেই সোনার মুদ্রাই এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশ করেন সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া। এই ম্যাচ উপলক্ষ্যে একটি বিশেষ পুস্তিকাও প্রকাশ করেছে সিএবি।