গোল লাইন বিতর্কে জড়ালো ইউরো

বিশ্বকাপের পর এবার ইউরো কাপেও গোল লাইন বিতর্ক। গোল লাইন প্রযুক্তি আনা সত্ত্বেও আটকানো গেল না বিতর্ক। মঙ্গলবার রাতে ইংল্যান্ড-ইউক্রেন ম্যাচ ফের উস্কে দিল গোল লাইন বিতর্ক। ম্যাচের দ্বিতীয়ার্ধে ইউক্রেনের ডেভিচের শট ইংল্যান্ড গোলকিপার জো হার্টের গায়ে লেগে গোলে ঢোকার মুথে তা বাঁচান ইংলিশ ডিফেন্ডার জন টেরি।

Updated By: Jun 20, 2012, 11:06 AM IST

বিশ্বকাপের পর এবার ইউরো কাপেও গোল লাইন বিতর্ক। গোল লাইন প্রযুক্তি আনা সত্ত্বেও আটকানো গেল না বিতর্ক। মঙ্গলবার রাতে ইংল্যান্ড-ইউক্রেন ম্যাচ ফের উস্কে দিল গোল লাইন বিতর্ক। ম্যাচের দ্বিতীয়ার্ধে ইউক্রেনের ডেভিচের শট ইংল্যান্ড গোলকিপার জো হার্টের গায়ে লেগে গোলে ঢোকার মুথে তা বাঁচান ইংলিশ ডিফেন্ডার জন টেরি। যদিও রিপ্লেতে পরিষ্কার দেখা যায় বল গোল লাইন অতিক্রম করেছে। কিন্তু সহকারী রেফারি তা গোল দেননি।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইংল্যান্ড-জার্মানি ম্যাচে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শট গোল লাইন অতিক্রম করা সত্বেও গোল দেননি রেফারি। তারপর থেকেই গোল লাইন প্রযুক্তি আনতে ততপর হয় ফিফা। বিতর্ক এড়াতে দুটি গোল পোস্টের পেছনে দুজন অতিরিক্ত রেফারিও নিযোগ করে উয়েফা। কিন্তু তাতেও এড়ানো গেল না গোল লাইন বিতর্ক

.