Germany | FIFA World Cup 2022: এই কিশোর প্রতিভাকে নিয়েই জার্মানির দল! পাঁচ বছর আগে খেলা গোৎজের প্রত্যাবর্তন

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করে দিল জার্মানি। হ্যান্সি ফ্লিকের টিমে সবচেয়ে বড় চমক দু'টি। মারিও গোৎজের প্রত্যাবর্তন ও বিস্ময় প্রতিভা ইউসুফা মোকোকোর সংযোজন।

Updated By: Nov 10, 2022, 07:24 PM IST
Germany | FIFA World Cup 2022: এই কিশোর প্রতিভাকে নিয়েই জার্মানির দল! পাঁচ বছর আগে খেলা গোৎজের প্রত্যাবর্তন
দল বেছে নিল জার্মানি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোচ হ্যান্সি ফ্লিক (Hansi Flick) কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করে দিলেন। জার্মান স্কোয়াডে সুযোগ পেয়েছেন ১৭ বছরের বিস্ময় প্রতিভা ইউসুফা মোকোকো (Youssoufa Moukoko)। যদিও তাঁর বরুসিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) সতীর্থ মার্কো রিউস (Marco Reus) ও ম্যাটস হামেলস (Mats Hummels) থাকলেন ব্রাত্যই! দলে অন্যতম বড় চমক মারিও গোৎজে (Mario Gotze)। ২০১৪ সালে এই গোৎজের গোলেই জোয়াকিম লো-র জার্মানি বিশ্বকাপ পেয়েছিল আর্জেন্টিনাকে হারিয়ে। ২০১৭ সালে দেশের জার্সিতে শেষবার খেলেছিলেন ৩০ বছরের এইনট্র্যাক্ট ফ্র্যাঙ্কফুর্টের মিডফিল্ডার। মোকোকো চলতি মরসুমে বুন্দেসলিগায় হাফ ডজন গোল করেছেন ও চারটি গোল করিয়েছেন ১৩ ম্যাচে। গত মরসুমে তিনি সবচেয়ে কম বয়সি ফুটবলার হিসাবে কেরিয়ারে ১০টি বুন্দেসলিগা গোল করেছিলেন। কনিষ্ঠতম ফুটবলার হিসাবে লিগে অংশ নিয়েছিলেন। অন্যদিকে ওয়ার্ডার ব্রেমেনের ফরোয়ার্ড নিকলাস ফুলক্রুগও চমক। ফুলক্রুগকে ভাবা হচ্ছে টিমো ওয়ের্নারের বদলি হিসাবে।  ফুলক্রুগ চলতি বুন্দেসলিগায় ১৩ ম্যাচে ১০ গোল করেছেন।

আরও পড়ুন: Argentina | FIFA World Cup 2022: এবার কাপ আর্জেন্টিনার! সোনার বুট মেসির, চলে এল বিরাট ভবিষ্যদ্বাণী

গোলকিপার: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), মার্ক-আন্দ্রে টার স্টেগেন (বার্সেলোনা) ও কেভিন ট্র্যাপ (এইনট্র্যাক্ট ফ্র্যাঙ্কফুর্ট)

ডিফেন্ডার: থিলো কেহরার (ওয়েস্ট হ্যাম), ডেভিড রাউম (লেইপজিগ), অ্যান্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকলাস সুল (বরুসিয়া ডর্টমুন্ড), ম্যাথিয়াস জিন্টার (ফ্রেইবার্গ), নিকো স্লটারব্যাক (বরুসিয়া ডর্টমুন্ড), লুকাস ক্লোস্টারম্যান (লেইপজিগ), ক্রিশ্চিয়ান গুন্টার (ফ্রেইবার্গ) ও আর্মেল বেলা কোচা (সাউদাম্পটন)।

মিজফিল্ডার: জোশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), লিয়ন গোরেৎজকা (বায়ার্ন মিউনিখ), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), ইকায় গুন্দোগান (ম্যাঞ্চেস্টার সিটি), জোনাস হোফম্যান (বরুসিয়া মনশেনগ্ল্যাডবাক), মারিও গোৎজে (এইনট্র্যাক্ট ফ্র্যাঙ্কফুর্ট), জুলিয়ান ব্র্যান্ড (বরুসিয়া ডর্টমুন্ড), কাই হার্ভাটজ (চেলসি)

ফরোয়ার্ড: সার্ড গ্যানাবরি (বায়ার্ন মিউনিখ), লেরয় সানে (বায়ার্ন মিউনিখ), করিম আদেইমি (বরুসিয়া ডর্টমুন্ড), নিকলাস ফুলক্রুগ (ওয়ার্ডার ব্রেমেন), ইউসুফা মোকোকো (বরুসিয়া ডর্টমুন্ড)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.