Rohit Sharma, Virat Kohli: টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট, রোহিত দুই মহাতকার ভবিষ্যৎ কী? জবাব দিলেন রাহুল দ্রাবিড়
পাওয়ার প্লে-তে দুই দলের পারফরম্যান্সই ফারাক গড়ে দিল। ভারত ৬ ওভারে ৩৮ রানে ১ উইকেট। সেখানে ছয় ওভারে ইংল্যান্ডের রান ৬৩।
![Rohit Sharma, Virat Kohli: টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট, রোহিত দুই মহাতকার ভবিষ্যৎ কী? জবাব দিলেন রাহুল দ্রাবিড় Rohit Sharma, Virat Kohli: টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট, রোহিত দুই মহাতকার ভবিষ্যৎ কী? জবাব দিলেন রাহুল দ্রাবিড়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/11/10/395914-viratrohit.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) সেমি ফাইনালে ইংল্যান্ডের (England) কাছে ১০ উইকেটে পিষে যাওয়া। স্বভাবতই প্রশ্ন উঠছে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির (Virat Kohli) টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে। যদিও সিনিয়র ক্রিকেটারদের পাশে দাঁড়াচ্ছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
সেমি ফাইনাল ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রাহুল দ্রাবিড়। দলের 'বয়স্ক' মহাতারকাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা হলে হেড কোচ বলেন, 'সিনিয়র প্লেয়ারদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় আসেনি। ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে বিষয়টি। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখনও অনেক সময় রয়েছে। সেমি ফাইনালের পর এসব বলা কঠিন। রোহিত, কোহলি, ভুবনেশ্বররা দারুণ পারফর্মার। আমাদের পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে।'
সাহেবদের কাছে উড়ে যাওয়ার জন্য সবাই ভারতের পাওয়ার প্লে-তে স্লো ব্যাটিংকেই দায়ী করা হচ্ছে। কারণ পাওয়ার প্লে-তে দুই দলের পারফরম্যান্সই ফারাক গড়ে দিল। ভারত ৬ ওভারে ৩৮ রানে ১ উইকেট। সেখানে ছয় ওভারে ইংল্যান্ডের রান ৬৩। সেটা মেনে নিলেন দ্রাবিড়। তিনি যোগ করেন, 'পাওয়ার প্লে-তে দুই দলের পারফরম্যান্সই ফারাক গড়ে দিল। ভারত ৬ ওভারে ৩৮ রানে ১। সেখানে ছয় ওভারে ইংল্যান্ডের রান ৬৩। আমরা গোটা ম্যাচের মাত্র একটা পর্যায়ে জিতেছি। ফলে হেরে যাওয়া তো স্বাভাবিক।'
ভারতের রান কি কম হয়েছিল বলে মনে হয় না? ভারতীয় দলের হেড কোচ বলেন, 'এইরকম পরিবেশে ১৮০ বা তার বেশি রান আমরা করেছি। তবে ইংল্যান্ড দারুণ বল করেছে। খুব ভাল লাইন-লেংথে বল করে গিয়েছে। আমাদের ব্যাটারদের মারতে দেয়নি। হার্দিক দারুণ খেলেছে। তবে আমাদের ১৮০-১৮৫ রান করা উচিত ছিল।'