মুল নাটকের আগে মহড়াতে মাতালেন গেইল

এবারের বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে শুরুর আগে তাঁকে নিয়েই চলছে সব আলোচনা। তিনি ক্রিস গেইল। টি টোয়েন্টি ক্রিকেটের মহারাজা। আইপিএলে মহানায়ক গেইল এবারের টি২০ বিশ্বকাপে সফল হবেন কি না সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে। কিন্তু মহড়া যদি মূল নাটকের সূচক হয় তবে বলতে হবে বোলারদের দুঃখ আছে।

মঙ্গলবার ফাতুল্লায় টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে গেইল ৩৮ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেললেন। মারলেন ২টো বিশাল ছক্কা আর ৬টা বাউন্ডারি। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩২ রান তাড়া করতে নেমে গেইলের ইনিংসের সৌজন্যে মাত্র ১৬ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ক্যারিবিয়ানরা।

এবারের টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ ২৩ মার্চ, ভারতের বিরুদ্ধে।

English Title: 
Gayle fire in practise match
Home Title: 

মুল নাটকের আগে মহড়াতে মাতালেন গেইল

No
21028
Is Blog?: 
No
Section: