২০-এর ক্রিকেটকে বিদায় জানানোর পথে সাঙ্গাকারা, জয়বর্ধনে

টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানাতে চলেছেন শ্রীলঙ্কার দুই সিনিয়র ক্রিকেটার কুমারা সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে। এক ধাপ এগিয়ে সাঙ্গাকারার ঘোষণা, শুধু টি-টোয়েন্টির নয়, দুহাজার পনেরো বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি । শ্রীলঙ্কা ক্রিকেটের বড় ধাক্কা। দলের দুই সিনিয়র ক্রিকেটার কুমারা সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে দুজনেই ঘোষণা করে দিলেন,টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেবেন ক্রিকেটের এই ফরম্যাট থেকে। জয়বর্ধনের থেকেও আরও এক ধাপ এগিয়ে সাঙ্গাকারার ঘোষণা টি-টোয়েন্টির পাশাপাশি তিনি দুহাজার পনেরো বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটকেও বিদায় জানাবেন।

Updated By: Mar 18, 2014, 10:58 AM IST

টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানাতে চলেছেন শ্রীলঙ্কার দুই সিনিয়র ক্রিকেটার কুমারা সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে। এক ধাপ এগিয়ে সাঙ্গাকারার ঘোষণা, শুধু টি-টোয়েন্টির নয়, দুহাজার পনেরো বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি । শ্রীলঙ্কা ক্রিকেটের বড় ধাক্কা। দলের দুই সিনিয়র ক্রিকেটার কুমারা সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনে দুজনেই ঘোষণা করে দিলেন,টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেবেন ক্রিকেটের এই ফরম্যাট থেকে। জয়বর্ধনের থেকেও আরও এক ধাপ এগিয়ে সাঙ্গাকারার ঘোষণা টি-টোয়েন্টির পাশাপাশি তিনি দুহাজার পনেরো বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটকেও বিদায় জানাবেন।

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সাঙ্গাকারা ও জয়বর্ধনের অবসর নেওয়ার খবরে হতাশ শ্রীলঙ্কা ক্রিকেটমহল। একসময় তাঁদের সহযোদ্ধা মুরলিধরনের দাবি,শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষে দুঃখের দিন হলেও তাঁদের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।

ওয়াকার ইউনিসের মত,শ্রীলঙ্কা ক্রিকেটে এই দুই তারকার শূন্যতা পূরণ করা কঠিন।

.