ভোটের আগে সংখ্যালঘু ফ্যাক্টরকে কাজে লাগাতে ফুরফুরা শরিফে বিমান-গৌতম
ভোট রাজনীতিতে বারবার উঠে এসেছে ফুরফুরা শরিফের নাম। রাজনীতিকদের আনাগোনাও সেখানে নতুন নয়। এবার ফুরফুরার মঞ্চে দেখা গেল সিপিএম নেতাদের। রমজান উপলক্ষ্যে অনুষ্ঠানে বারবার উঠে এল বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুদের বঞ্চনার অভিযোগ।
ওয়েব ডেস্ক: ভোট রাজনীতিতে বারবার উঠে এসেছে ফুরফুরা শরিফের নাম। রাজনীতিকদের আনাগোনাও সেখানে নতুন নয়। এবার ফুরফুরার মঞ্চে দেখা গেল সিপিএম নেতাদের। রমজান উপলক্ষ্যে অনুষ্ঠানে বারবার উঠে এল বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুদের বঞ্চনার অভিযোগ।
ফুরফুরা দরবার শরিফ। উপলক্ষ্য বস্ত্র বিতরণ অনুষ্ঠান। মূল উদ্যোক্তা সৈয়দ ইব্রাহিম সিদ্দিকি। মঞ্চে বসে বিমান বসু, গৌতম দেব, রেজ্জাক মোল্লা সহ আরও অনেকে। বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষ পর্যন্ত হয়ে দাঁড়াল রাজনৈতিক মঞ্চ। শুরু করেছিলেন পীরসাহেবই।
ভোট রাজনীতির ময়দানে অত্যন্ত পরিচিত নাম এই ফুরফুরা শরিফ। কারণ সংখ্যালঘু ভোটব্যাঙ্কের একটা বড় অংশ এখান থেকে নিয়ন্ত্রিত হয় এমনটাই দাবি। কখনও ছুটে আসতে দেখা যায় ফিরহাদ হাকিমকে, কখনও মুকুল রায়কে। বিমান বসুরাও কি সেই লক্ষ্যেই ফুরফুরা শরিফে?
রাজ্যে অন্তত ৫৫টি আসন আছে যেখানে সংখ্যালঘু ভোটব্যাঙ্কই নিয়ন্ত্রক। তাই, সংখ্যালঘু উন্নয়ন নিয়ে তর্কবিতর্ক চলতেই থাকে।