করোনায় স্থগিত হয়ে যাওয়া কোপা আমেরিকার নতুন সূচি প্রকাশ
উদ্বোধনী ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।
নিজস্ব প্রতিবেদন: চলতি বছরের জুন-জুলাই মাসে আর্জেন্টিনা এবং কলম্বিয়ায় লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত রাখা হয়। ইউরো কাপের মতোই কোপা আমেরিকাও পিছিয়ে যায় ২০২১ সালে। আগামী বছরে ১১ জুন শুরু হবে কোপা আমেরিকা, শেষ হবে ১১ জুলাই।
Entérate de todo sobre el nuevo calendario de partidos de la CONMEBOL Copa América 2021
¡Cada vez falta menos para que hagamos vibrar el continente! #CopaAmérica #VibraElContinentehttps://t.co/inpPhUCEi2 pic.twitter.com/k5PRdSJ04t— Copa América (@CopaAmerica) August 13, 2020
কোপা আমেরিকার ইতিহাসে এই প্রথমবার দুই দেশ আয়োজক- আর্জেন্টিনা এবং কলম্বিয়া। উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনায়। আর ফাইনাল হবে কলম্বিয়ায়। উদ্বোধনী ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পাঁচটি এবং কলম্বিয়ার চারটি ভেনুতে হবে টর্নামেন্টের মোট ৩৮টি ম্যাচ। আর্জেন্টিনায় ১৮টি এবং কলম্বিয়ায় হবে বাকি ২০টি ম্যাচ। গ্রুপ পর্বের পর কোয়ার্টার ফাইনাল। দুটি গ্রুপ থেকে চারটি করে দল শেষ আটে মুখোমুখি হবে।
এবারের কোপা আমেরিকায় নর্থ জোন এবং সাউথ জোন দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
মোট অংশগ্রহণকারী দলের সংখ্যা ১২ টি।
নর্থ জোনে থাকছে- কলম্বিয়া, ব্রাজিল, কাতার, ভেনেজুয়েলা, ইকুয়েডর এবং পেরু।
অন্যদিকে সাউথ জোনে থাকছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বলিভিয়া, উরুগুয়ে, চিলি এবং প্যারাগুয়ে।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স লিগে চমক! অ্যাটলেটিকোকে হারিয়ে দ্বিতীয় আসরেই শেষ চারে লাইপজিগ