খোলামেলাভাবেই থাকতে পাবেন আসিফ

কয়েকদিনের মধ্যেই ব্রিটিশ প্রিজনের ডি ক্যাটাগরির কয়েদিদের মত ঘোরাফেরার সুযোগ পাবেন আসিফ। ফলে জেলের ভিতর অনেক খোলামেলাভাবেই থাকতে পারবেন তিনি। এমনকী ইন্টারনেট ব্যবহারের সুযোগও পাবেন ।

Updated By: Nov 6, 2011, 03:17 PM IST

কয়েকদিনের মধ্যেই ব্রিটিশ প্রিজনের ডি ক্যাটাগরির কয়েদিদের মত ঘোরাফেরার সুযোগ পাবেন আসিফ। ফলে জেলের ভিতর অনেক খোলামেলাভাবেই থাকতে পারবেন তিনি। এমনকী ইন্টারনেট ব্যবহারের সুযোগও পাবেন । আসিফকে  কম বিপজ্জনক অপরাধী বলেই গণ্য করছে ওয়ান্ডসওয়ার্থের জেল কর্তৃপক্ষ। দাগী আসামিদের থেকে তাঁকে আলাদা রাখা হয়েছে। আসিফের জন্য নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এমনটাই জানিয়েছেন আসিফের এক বন্ধু । স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হওয়ায় এক বছরের জেল হয়েছে আসিফের।

.