IPL: 'আইপিএলে নিম্নমানের বোলিং' মন্তব্যে ট্রোলড প্রাক্তন পাক পেসার
পাকিস্তান সুপার লিগে পিচের বৈচিত্র্য ও বোলিংয়ের মান অনেক ভাল বলেই মন্তব্য করেন প্রাক্তন পাক জোরে বোলার।
নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার আকিব জাভেদ ( Aaqib Javed) এবার সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড হলেন। জাভেদের দাবি যে আইপিএলে বোলিংয়ের মান নিচের দিকে। তাঁর মতে আইপিএলের থেকে পাকিস্তান সুপার লিগে বোলিংয়ের মান অনেক ভাল। জাভেদের এই মন্তব্য় খেপিয়ে দেয় ভারতীয় ফ্যানদের। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন পাক পেসারকে ধুয়ে দেন তাঁরা।
Aaqib Javed "PSL is the most interesting league in the world due to the pitches. Lahore’s pitch has support for the bowlers, whereas you see higher scores in Karachi. But if you look at IPL, there is only one type of cricket due to flat surfaces and low-quality bowling" #Cricket
(@SajSadiqCricket) December 19, 2021
আরও পড়ুন: Ashes: ইংল্যান্ডকে ২৭৫ রানে গুঁড়িয়ে ঐতিহ্যের মহারণে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া
পাকিস্তানে সামা টিভি-র অনুষ্ঠান পিটিভি স্পোর্টসে জাভেদ যা বলেছিলেন, তার সারমর্ম টুইট করেন পাক সাংবাদিক সাজ সাদিক। তিনি পাক ক্রিকেটারকে উদ্ধৃত করে লেখেন, "পিচের জন্য পিএসএল সবচেয়ে উত্তেজক লিগ। লাহোরের পিচ যেমন বোলারদের সহায়ক, তেমনই আবার করাচিতে প্রচুর রান হয়। কিন্তু আইপিএলে একরকমই ক্রিকেট হয়। ওখানে পাটা পিচ। বোলিং নিম্নমানের।" এরপরেই সোশ্যাল মিডিয়ায় জাভেদের তুলোধনা শুরু হয়ে যায়।
আরও পড়ুন: Ashes: ইংল্যান্ডকে ২৭৫ রানে গুঁড়িয়ে ঐতিহ্যের মহারণে ২-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া
plzzzzzz dont compare us with ipl .......... IPL is very best with top cricketers..... but psl is exceptional with greatest quality of cricket.
(@Zohaib37404899) December 20, 2021
Immature statement, one must say.
Raising the bar doesn’t mean to belittle other leagues to emphasize on how good we are and coming from a seasoned player and coach like him is disappointing.
(@lame_fido) December 20, 2021
Rabada bumrah nortje jordan hazelwood cummmins jofra shami siraj ben stokas boult southe all r play ipl ..all r proven stuff in internatonal cricket
There are few worldclass bowlers like Musa Naseem, who was washed away by Australia and ended his career.
(@PoojaKavi8) December 20, 2021
জাভেদ পাকিস্তানের হয়ে ২২টি টেস্ট (৫৪টি উইকেট) ও ১৬৩টি ওয়ানডে (১৮২টি উইকেট) খেলেছেন। পাকিস্তানের বোলিং কোচ হিসাবেও দায়িত্ব সামলেছেন তিনি। এই মুহূর্তে পিএসএলে লাহোর কালান্দার্সের বোলিং কোচের পাশাপাশি ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনসও তিনি।