Jean-Pierre Adams: ৩৯ বছর কোমায় থাকার পর প্রয়াত প্রাক্তন ফরাসি ডিফেন্ডার
প্রয়াত জঁ পিয়ের অ্যাডামস।
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত প্রাক্তন ফরাসি ফুটবলার জঁ-পিয়ের অ্যাডামস (Jean-Pierre Adams)। প্রায় ৩৯ বছর কোমায় থাকার পর ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জঁ পিয়ের। নিমস ও প্যারিস সাঁ জাঁ-র হয়ে ফুটবল খেলার জন্যই পরিচিতি পেয়েছিলেন ৫ ফুট ১০ ইঞ্চির সেন্টার ব্যাক। ফ্রান্সের হয়ে সাতের দশকে ২২টি ম্যাচ খেলেছিলেন জঁ পিয়ের।
আরও পড়ুন: SC Eastbengal: জল্পনার অবসান, ইস্টবেঙ্গলে Arindam Bhattacharya
(@PSG_English) September 6, 2021
ভুল চিকিৎসার শিকার হয়ে জঁ-পিয়েরের জীবনটাই শেষ হয়ে যায়। ১৯৮২ সালে ৩৪ বছর বয়সে তাঁর জীবনে নেমে আসে অন্ধকার। হাঁটুতে অস্ত্রোপচারের আগে তাঁকে অ্যানাসথেসিয়া দেওয়া হয়েছিল। আর সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। অ্যানাসথেসিয়াতেই গভীর ভাবে ক্ষতিগ্রস্থ হয় তাঁর মস্তিষ্ক। লিঁওর হাসপাতালে অস্ত্রোপচারের পর আর উঠে দাঁড়াতে পারেননি কোনওদিন। জীবনের বাকিটা সময় তাঁকে কাটাতে হয় লাইফ সাপোর্টেই। জঁ-পিয়েরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবলমহলে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)