PM Modi: মোদী মিমে সমালোচকদের ঠুকে জয়ের উচ্ছ্বাস প্রকাশ বীরুর
বরাবরই অন্যরকম টুইট করে থাকেন বীরু। এবারও তার ব্যতিক্রম হল না।
নিজস্ব প্রতিবেদন: ইংরেজদের বিরুদ্ধে দুরন্ত প্রত্যাঘাতে ওভাল টেস্টে অনন্য জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ১৭১ রানে ইংরেজদের দুরমুশ করেছে বিরাট কোহলি অ্যান্ড কোং। ১৯৭১ সালে এই মাঠে শেষবার জিতেছিল অজিত ওয়াদেকরের ভারত। দীর্ঘ ৫০ বছর পর ফের কেনিংটন ওভালে জিতল ভারত। কোহলিদের জয় উদযাপনে সোশ্যাল মিডিয়া দেখেছে টুইট বন্যা।
আরও পড়ুন:Ovel Test: ওভালে ৫০ বছর পর ইংরেজদের দুরমুশ করে টেস্ট জয় বিরাটবাহিনীর
(@virendersehwag) September 6, 2021
(@virendersehwag) September 6, 2021
ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্রে শেহওয়াগও (Virender Sehwag) সেলিব্রেশনে শামিল। বরাবরই অন্যরকম টুইট করে থাকেন বীরু। এবারও তার ব্যতিক্রম হল না। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) মিম ব্যবহার করে লিখলেন, "এটা তাদের জন্যই যাঁরা মনে করে ভারত ভারতের মাটিতেই ঘূর্ণী পিচে জেতে এবং ভারতকে যাঁরা মুছে ফেলেছিল। সম্মান!" তারপরেই শেহওয়াগ ভারতীয় দলের ছবি পোস্ট করে লেখেন, "কামব্যাক করে ধারাবাহিক জয়ের নামই টিম ইন্ডিয়া।" ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন রোহিত শর্মা। যদিও তিনি বলছেন এই পুরস্কার শার্দূল ঠাকুরেরও প্রাপ্য।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)