মর্মান্তিক! লকডাউনে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক আজ পাথর ভাঙার শ্রমিক!

এক সময় তিনি যে হাতে ব্যাট তুলে নিয়েছিলেন। সেই হাতেই এখন হাতুড়ি আর বলের বদলে পাথর।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jul 28, 2020, 12:16 PM IST
মর্মান্তিক! লকডাউনে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক আজ পাথর ভাঙার শ্রমিক!
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তিনি। কিন্তু বেঁচে থাকার রশদ জোগাড় করতে এখন তিনি শ্রমিক।
তাঁর শরীরে ৯০ শতাংশ প্রতিবন্ধকতা। এই খেলোয়াড়ের নাম রাজেন্দ্র সিং ধামি। এক সময় তিনি যে হাতে ব্যাট তুলে নিয়েছিলেন। সেই হাতেই এখন হাতুড়ি আর বলের বদলে পাথর।

করোনাভাইরাস এবং লকডাউনের জেরে প্রায় সব পেশায় ভাটা। অনেককেই পেটের টানে বিকল্প পেশায় হাঁটতে হচ্ছে। তবে যে দেশে ক্রিকেট ঘিরে এত উন্মাদনা। সেখানে এই ঘটনা দুঃখজনক। প্রাক্তন অধিনায়ক ধামি এখন মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীন কর্মসংস্থান নিশ্চয়তার প্রকল্পে কাজ করছেন।

আরও পড়ুন: মোহনবাগান দিবসে প্রয়াত অঞ্জন মিত্রের নামে সেরা প্রশাসকের পুরস্কার, প্রথমবর্ষে এই সম্মান পাচ্ছেন IFA সচিব

ধামি জানিয়েছেন, একটি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল যেটা করোনাভাইরাসের জন্য বন্ধ হয়ে গিয়েছে। তিনি সরকারের কাছে তাঁর যোগ্যতা অনুযায়ী কাজের আবেদন করেছেন।  জেলা শাসক বিজয় কুমার জোগদানে ইতিমধ্যেই জেলার ক্রীড়া আধিকারিককে আর্থিক সহায়তার মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রাক্তন অধিনায়ককে মুখ্যমন্ত্রী স্বরোজগার যোজনার অধীনে নিয়ে আসা হবে যাতে ভবিষ্যতে তিনি রোজগার করতে পারেন।

.