COVID-19 যুদ্ধে হেরে প্রয়াত প্রাক্তন BCCI নির্বাচক Kishan Rungta
করোনা যুদ্ধে হেরে প্রয়াত হলেন কিশান রুংতা।
নিজস্ব প্রতিনিধি: করোনা (COVID-19) যুদ্ধে হেরে প্রয়াত হলেন কিশান রুংতা (Kishan Rungta)। বিসিসিআই (BCCI)-এর প্রাক্তন নির্বাচক ও রাজস্থানের প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮। গত সপ্তাহে করোনাক্রান্ত হয়ে জয়পুরের এক হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর রিপোর্ট পজিটিভ এসেছিল। শনিবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। রবিবার অর্থাৎ আজ রুংতার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তাঁর সন্তান মুকুন্দ রুংতা।
আরও পড়ুন: IPL 2021: তলপেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন KL Rahul
১৯৫৩ থেকে ১৯৭০ পর্যন্ত মহারাষ্ট্র ও রাজস্থানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন কিশান রুংতা। তিনি ডান হাতি ব্যাটসম্যান ছিলেন। ৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২৭১৭ রান করেন। পাঁচটি সেঞ্চুরিও করেন। রাজস্থানের অধিনায়ক হিসেবেও পাওয়া গিয়েছে রুংতাকে। তিন দফায় মোট আট বছর ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসাবে দায়িত্ব সামলানো রুংতা এক বছর জাতীয় দলের প্রধান নির্বাচকও ছিলেন। সাতের দশকে রুংতার বড় ভাই পুরুষোত্তম বোর্ডের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকী পুরুষোত্তমের ছেলে কিশোরও পরে বাবার পদেই ছিলেন। দেখতে গেলে প্রায় পাঁচ দশক ধরে রাজস্থানের ক্রিকেট শাসন করেছে রুংতা পরিবার।