Dani Alves: ধর্ষণের অভিযোগ প্রমাণিত! দোষী মেসি-নেইমারের বন্ধু, আদালতের নিদানে এরপর কী!
Former Barcelona star Dani Alves sentenced to Jail for four years and six months: ড্য়ানি আলভেজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়ে গেল! আদালত শুনিয়ে দিল নিদান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ড্য়ানি আলভেজ (Dani Alves) নিঃসন্দেহে এই প্রজন্মের অন্য়তম সেরা ডিফেন্ডার। ৪০ বছরে ব্রাজিলিয়ান শুধু জাতীয় দলের হয়েই নয়, সেভিয়া, বার্সেলোনা, জুভেন্তাস ও পিএসজি-র জার্সিতেও ঝলমল করেছেন। ব্রাজিলের হয়ে অলিম্পিক্স, কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ জিতেছেন। ক্লাবের জার্সিতে লা-লিগা, চ্য়াম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, সেরি এ, ক্লাব বিশ্বকাপ জিতেছেন বারবার।
অথচ এহেন আলভেজের জীবনে আজ নেমে এসেছে চরম অন্ধকার। মেসি-নেইমারের বন্ধুর ঠিকানা এখন বার্সেলোনার প্রিজনস অফ ব্রায়ানস টু! ধর্ষণ মামলায় বিচারাধীন ফুটবলার গতবছর থেকে জেলবন্দি। বৃহস্পতিবার আলভেজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়ে গেল। দোষী ফুটবলার। আদালতের নিদানে আরও চার বছর ছয় মাস গরাদের পিছনেই থাকতে হবে! এখানেই শেষ নয়, ওই মহিলার ক্ষতি করার জন্য় আলভেজকে এখন দিতে হবে ১ লক্ষ ৫০ হাজার ইউরো জরিমানা দিতে হবে।
আরও পড়ুন: মেসি-নেইমারের বন্ধু এখন জেলবন্দি, গরাদের ভিতরেই হতে পারেন আত্মঘাতী!
বার্সেলোনার প্রভিনসিয়াল কোর্টে গত মাসেই এই মামলার শুনানি হয়েছিল। এদিন আদালতের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'এটি প্রমাণিত হয়েছে যে, নিগৃহীতার সম্মতি ছাড়াই এই কাণ্ড ঘটানো হয়েছে। অভিযোগকারিনীকে বলপূর্বক মেঝেতে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। তাঁকে নড়াচড়া করতেও দেওয়া হয়নি। ছেড়ে দেওয়ার আবেদনেও কর্ণপাত করা হয়নি। ধর্ষণের অভিযোগ প্রমাণিত।'
ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ যে, ২০২২ সালের ৩০ ডিসেম্বর তিনি নাকি এক তরুণীকে নাইটক্লাবে ধর্ষণ করেছেন। আলভেজ দোষী প্রমাণিত হলে তাঁকে নয় বছর পর্যন্ত থাকতে হতে পারে জেলে। সুপিরিয়র কোর্ট অফ ক্যাটালোনিয়া আলভেজের মামলার বিচার করছে। অভিযোগকারী তরুণী পুলিসকে লিখিত রিপোর্টে জানিয়ে ছিলেন যে, আলভেজ আপত্তিকর ভাবে তাঁর শরীর স্পর্শ করেছিলেন। এমনকী ওই মহিলার প্যান্টের ভিতরেও হাত ঢোকান আলভেজ। এই রায়ের পর আলভেজের আইনজীবী জানিয়েছেন যে, তিনি রায়ের বিরুদ্ধে আবেদন করবেন।
২০২২-২৩ মরসুমেও আলভেজ চুটিয়ে ফুটবল খেলেছেন। মেক্সিকোর পুমাস উনাম ক্লাবের জার্সিতে তাঁকে দেখা গিয়েছিল। কাতার বিশ্বকাপেও তিনি ছিলেন নেইমারদের টিমে। গত ডিসেম্বর ক্যামেরুনের বিরুদ্ধে ব্রাজিলের হয়ে খেলতে নেমে ইতিহাস লিখেছিলেন আলভেজ। তাঁর দেশের সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে খেলে রেকর্ড করেছিলেন। ব্রাজিল ফুটবলের ইতিহাসে ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে সবচেয়ে বেশি ৪৩টি ট্রফি জয়ের রেকর্ডও রয়েছে আলভেজের ঝুলিতে।
আরও পড়ুন: Shilton Paul: 'জীবনের রেফারির চোখ এড়িয়ে ফাউল করা যায় না'! কেন লিখলেন বাগানের বাজপাখি?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)