Musharraf Hossain Rubel-Samiur Rahman: প্রয়াত বাংলাদেশের দুই প্রাক্তন ক্রিকেটার!

প্রয়াত বাংলাদেশের দুই প্রাক্তন ক্রিকেটার সমিউর রহমান (Samiur Rahman) ও মুশারফ হোসেন (Musharraf Hossain Rubel)

Updated By: Apr 20, 2022, 04:14 PM IST
Musharraf Hossain Rubel-Samiur Rahman: প্রয়াত বাংলাদেশের দুই প্রাক্তন ক্রিকেটার!
মুশারফ হোসেন রুবেল ও সমিউর রহমান (বাঁ-দিক থেকে)

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশ (Bangladesh Cricket) ক্রিকেটে নক্ষত্রপতন। ২৪ ঘণ্টার মধ্য়ে প্রয়াত বাংলাদেশের দুই প্রাক্তন ক্রিকেটার-সমিউর রহমান (Samiur Rahman) ও মুশারফ হোসেন রুবেল (Musharraf Hossain Rubel)। ৬৬ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পদ্মাপারের দেশের প্রাক্তন জোরে বোলার সমিউর। অন্যদিকে মাত্র ৪০ বছরে জীবন যুদ্ধে হেরে গেলেন বাংলাদেশের প্রাক্তন স্পিনার মুশারফ হোসেন রুবেল। দু'জনের মৃত্যুর কারণই ব্রেন টিউমার। দুই ক্রিকেটারের প্রয়াণে শোকবার্তা টুইট করেছে বিসিবি।

সমিউর বাংলাদেশ দলের প্রথম দু'টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ১৯৮৬ সালে। ১৯৮২ ও ১৯৮৬ সালে তিনি আইসিসি ট্রফিও খেলেন দেশের হয়ে। তবে সমিউর তাঁর কেরিয়ারে মূলত ঢাকা প্রিমিয়র লিগের (Dhaka Premier League) হয়ে খেলাই বেশি উপভোগ করেছেন। তিনি আবাহনী (Abahani), মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting), বাংলাদেশ বিমান (Bangladesh Biman), কলাবাগান ক্রীড়াচক্র (Kalabagan Krira Chakra), আজাদ বয়েজ (Azad Boys) ও ব্রাদার্স ইউনিয়নের (Brothers Union) হয়ে খেলেছেন। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে (National Cricket Championship) বরিশালের হয়েও খেলেছেন সমিউর। এমনকী ঢাকা স্পার্সের (Dhaka Spurs) হয়ে বাস্কেটবলও খেলেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার ও ম্যাচ রেফারি হিসাবেও দায়িত্ব সামলেছেন সমিউর। 

বাংলাদেশ দলের জার্সিতে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক করেছিলেন রুবেল। দেশের হয়ে ম্যাচেই উইকেট পান তিনি। এরপর বাংলাদেশ দল থেকে বাদ পড়ে যান তিনি। ২০১৬ সালে পর ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে ডাক পান। তবে ওই সিরিজে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি তিনি। রুবেল মোট পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪টি উইকেট পান। ব্যাট হাতে করেন ২৬ রান। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পাওয়া যেত রুবেলকে।  

আরও পড়ুন: CSK: ডেভন কনওয়ের প্রাক বিয়ের পার্টি! ধোনি-জাদেজারা এলেন সাবেকি সাজে

আরও পড়ুনMaria Sharapova: ৩৫-এ পা দিলেন টেনিসের গ্ল্যামকুইন মাশা, জন্মদিনে দিলেন সুখবর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.