ইউএস ওপেন জিতে অবসরের পথে পেনেত্তা, সেরেনা বধ করে থামল ভিঞ্চির বিজয়রথ

ইউ এস ওপেনে মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন ইতালির ফ্লাভিয়া পেনেত্তা। ফাইনালে টানটান লড়াইয়ে স্বদেশী রবের্তা ভিঞ্চিকে হারালেন ৭-৬,  ৬-২ সেটে। বিশ্ব বাছাই তালিকার ২৬ নম্বরে থাকা পেনেত্তার এটাই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম জয়। ইউএস ওপেন জেতার পরই টেনিস থেকে অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। তবে চলতি মরসুমে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ৩৩ বছরের পিনেত্তা।

Updated By: Sep 13, 2015, 08:36 AM IST
ইউএস ওপেন জিতে অবসরের পথে পেনেত্তা, সেরেনা বধ করে থামল ভিঞ্চির বিজয়রথ

ওয়েব ডেস্ক: ইউ এস ওপেনে মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন ইতালির ফ্লাভিয়া পেনেত্তা। ফাইনালে টানটান লড়াইয়ে স্বদেশী রবের্তা ভিঞ্চিকে হারালেন ৭-৬,  ৬-২ সেটে। বিশ্ব বাছাই তালিকার ২৬ নম্বরে থাকা পেনেত্তার এটাই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম জয়। ইউএস ওপেন জেতার পরই টেনিস থেকে অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। তবে চলতি মরসুমে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ৩৩ বছরের পিনেত্তা।

সেমিফাইনালে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইতিমধ্যেই টেনিস মহলে সোরগোল ফেলে দিয়েছেন রবের্তা ভিঞ্চি। তবে ফাইনালে পরাজিত হলেও, নিজেদের দেশের পেনেত্তা ট্রফি জেতায় তিনি খুশি। দুই স্বদেশীর খেলা দেখতে রোম থেকে নিউইয়র্কে উড়ে এসেছিলেন ইতালির প্রধানমন্ত্রী মাতিও রেঞ্জি।

সেরেনার বিরুদ্ধে যেভাবে একের পর এক ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড শটে চমকে দিয়েছিলেন ভিঞ্চি, ফাইনালে সেরকম কিছু হল না।

.