ম্যাকগ্রাকেও ক্রিকেট মাঠে লাল কার্ড দেখতে হয়েছিল জানেন?

ক্রিকেট মাঠে কখনও লাল কার্ড দেখাতে আম্পায়ারকে দেখেছেন? আপনি ভাবতে পারেন, কী সব আবোল তাবোল বলা হচ্ছে। আবার কারও কারও মনে পড়ে যাবে সেই সত্যিকারের ঘটনার কথা। হ্যাঁ, ক্রিকেট মাঠে প্রথম লাল কার্ড দেখা ক্রিকেটারের নাম গ্লেন ম্যাকগ্রা। আর তাঁকে লাল কার্ড দেখিয়েছিলেন বিলি বাউডেন।

Updated By: Nov 26, 2016, 08:33 PM IST
ম্যাকগ্রাকেও ক্রিকেট মাঠে লাল কার্ড দেখতে হয়েছিল জানেন?

ওয়েব ডেস্ক: ক্রিকেট মাঠে কখনও লাল কার্ড দেখাতে আম্পায়ারকে দেখেছেন? আপনি ভাবতে পারেন, কী সব আবোল তাবোল বলা হচ্ছে। আবার কারও কারও মনে পড়ে যাবে সেই সত্যিকারের ঘটনার কথা। হ্যাঁ, ক্রিকেট মাঠে প্রথম লাল কার্ড দেখা ক্রিকেটারের নাম গ্লেন ম্যাকগ্রা। আর তাঁকে লাল কার্ড দেখিয়েছিলেন বিলি বাউডেন।

আরও পড়ুন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হয়ে গেলেন অস্ট্রেলিয়ার নাগরিক!

২০০৫ সালের ঘটনা। একটি টি ২০ ম্যাচ চলছিল অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যে। ওই ম্যাচে ম্যাকগ্রা রীতিমতো আন্ডারআর্ম বোলিং করা শুরু করেন। বাউডেন প্রথমে সতর্ক করেছিলেন। কিন্তু ম্যাকগ্রা আবারও ওই একই কাজ করলে, তাঁকে সটান লাল কার্ড দেখিয়ে দেন আম্পায়ার বিলি বাউডেন। দেখে নিন, সেই ম্যাচের ছবিও।

 

 

.