Lionel Messi to Kylian Mbappe: সোনার বল জিতলেন মেসি, হেরেও সোনার বুটের মালিক এমবাপে, একনজরে পুরস্কারের তালিকা

তাঁর দল পেল ৩৬ বছর পর বিশ্বকাপ। আর মেসির হাতে উঠল সোনার বল। কাতারে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে দলকে জেতানোর নজির গড়েছেন তিনি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দু'বার সোনার বল পাওয়ার রেকর্ডও নিজের নামে করে ফেললেন মেসি।  

Updated By: Dec 19, 2022, 01:59 AM IST
Lionel Messi to Kylian Mbappe: সোনার বল জিতলেন মেসি, হেরেও সোনার বুটের মালিক এমবাপে, একনজরে পুরস্কারের তালিকা
একফ্রেমে বিশ্বকাপের চার সেরা পারফর্মার। ছবি: ফিফা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেগা ফাইনাল দেখতে গিয়ে মনে হচ্ছিল এবার হার্ট অ্যাটাক হয়ে যাবে! কোথায় আর্জেন্টিনা (Argentina) বনাম ফ্রান্স (France)? এ যেন লিওনেল মেসি (Lionel Messi) বনাম কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) লড়াই। দুই মহাতারকার শ্রেষ্ঠত্বের লড়াই। রুদ্ধশ্বাস মহাকাব্যিক ফাইনালে অবশেষে জয়। ৩৬ বছরের খরা কাটিয়ে দিয়েগো মারাদোনাকে (Diego Maradona) ছুঁলেন তাঁর ভক্ত মেসি। এমবাপের লড়াইয়ের পরেও ফাইনাল জিতল আর্জেন্টিনা। টাইব্রেকারে সেই আর্জেন্টিনার ত্রাতা হয়ে দেখা দিলেন সেই এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। বিশ্বকাপের ইতিহাসে নিঃসন্দেহে সেরা ফাইনাল। গোটা ম্যাচ জুড়ে বার বার বদলাল খেলার রং। প্রথমার্ধে লিয়োনেল মেসি ও আঞ্জেল ডি মারিয়ার (Angel Di Maria) গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের শেষ দিকে জোড়া গোল করলেন এমবাপে। অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলেন এমবাপে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হল খেলার ফয়সালা। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা।

আরও পড়ুন: FIFA World Cup Final 2022, ARG vs FRA: রুদ্ধশ্বাস মহাকাব্যিক ফাইনালে অবশেষে আর্জেন্টিনার জয়, ৩৬ বছরের খরা কাটিয়ে দিয়েগোকে ছুঁলেন মেসি

আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup Final: বিশ্বকাপ হাতে নিয়ে, মারাদোনার সিংহাসনে বসলেও শান্ত-নির্লিপ্ত মেসি যেন 'ক্যাপ্টেন কুল'!

pic.twitter.com/2FPSlwF2YM

— FIFA World Cup (@FIFAWorldCup) December 18, 2022

তাঁর দল পেল ৩৬ বছর পর বিশ্বকাপ। আর মেসির হাতে উঠল সোনার বল। কাতারে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে দলকে জেতানোর নজির গড়েছেন তিনি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দু'বার সোনার বল পাওয়ার রেকর্ডও নিজের নামে করে ফেললেন মেসি।

তবে সোনার বুট নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত টক্করটা চলছিল সেয়ানে-সেয়ানে। কিন্তু মেসির থেকে একটি গোল বেশি করে বুট জিতে নিলেন ফরাসি স্ট্রাইকার। ফাইনালে তাঁর অবিশ্বাস্য লড়াই মনে রাখবে বিশ্ব। তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে আটটি গোল।

আর্জেন্টিনার তেকাঠির নিচে দাঁড়িয়ে বারবার গোল রুখে দিয়ে দলের ত্রাতা হয়ে ওঠা এমিলিয়ানো মার্টিনেজের হাতে উঠল সোনার গ্লাভস।

সোনার বল: লিওনেল মেসি
সোনার বুট: কিলিয়ান এমবাপে
সোনার গ্লাভস: এমি মার্টিনেজ
বিশ্বকাপের সেরা তরুণ তারকা: এঞ্জো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
বিজয়ী আর্জেন্টিনার পুরস্কার মূল্য: ৪২ মিলিয়ন ডলার (আনুমানিক ৪ কোটি ২০ লক্ষ টাকা)
রানার্স আপ ফ্রান্সের পুরস্কার মূল্য: ৩০ মিলিয়ন ডলার (আনুমানিক ৩ কোটি টাকা)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.