Neymar, FIFA World Cup 2022: পেলে-কে ছুঁয়ে ফেললেও, কাপ যুদ্ধ থেকে চোখের জলে নেইমারের বিদায়

ম্যাচের নির্ধারিত সময়ে গোল হয়নি। অতিরিক্ত সময়ের শুরু থেকেই গোল করার মরিয়া চেষ্টা করতে থাকে ব্রাজিল। কিছুতেই একটাও আক্রমণ দানা বাঁধছিল না। অপেক্ষার মুহূর্ত শেষ হয় ১০৫ মিনিট। নেইমারের অসাধারণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। সেই সঙ্গে নেইমার ছুঁয়ে ফেলেন পেলের রেকর্ডও। 

Updated By: Dec 10, 2022, 12:29 AM IST
Neymar, FIFA World Cup 2022: পেলে-কে ছুঁয়ে ফেললেও, কাপ যুদ্ধ থেকে চোখের জলে নেইমারের বিদায়
কাপ যুদ্ধ থেকে চোখের জলে নেইমারের বিদায়। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের (FIFA World Cup 2022) শেষ আটের রুদ্ধশ্বাস লড়াইয়ের অতিরিক্ত সময়ে দুর্দান্ত গোলে ব্রাজিলকে (Brazil) এগিয়ে দিয়েছিলেন নেইমার (Neymar Jr)। সেই সঙ্গেই তিনি ছুঁয়ে ফেলেছিলেন পেলের (Pele) রেকর্ড। কিন্তু কাজেই এল না নেইমারের চোখ ধাঁধানো গোল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার (Croatia) কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিল হট ফেভারিট ব্রাজিল। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ধরা হয়েছিল তিতে-র (Tite) ব্রাজিলকে। যে কোনও সমীক্ষায় এগিয়ে রাখা হচ্ছিল তাদেরই। কিন্তু আরও এক বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন নেইমাররা। 

২০০২ সালের পর থেকে এই নিয়ে পাঁচবার বিশ্বকাপের নক আউট পর্বে ইউরোপের একাধিক দলের কাছে হারল ব্রাজিল। ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, বেলিজিয়ামের তালিকায় নাম লিখিয়ে পরপর দু'বার কাপ যুদ্ধের সেমি ফাইনালে চলে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গেলেন নেইমাররা। অতিরিক্ত সময়ে নেইমারের গোলেও লাভ হল না। আবার টাইব্রেকারে বাজিমাত করল ক্রোয়েশিয়া। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফের হার দেখতে হল। ২০ বছর ধরে ঘাড়ে চেপে থাকা 'ভূত' এবারও সেলেকাওদের পিছু ছাড়ল না। 

ম্যাচের নির্ধারিত সময়ে গোল হয়নি। অতিরিক্ত সময়ের শুরু থেকেই গোল করার মরিয়া চেষ্টা করতে থাকে ব্রাজিল। কিছুতেই একটাও আক্রমণ দানা বাঁধছিল না। অপেক্ষার মুহূর্ত শেষ হয় ১০৫ মিনিট। নেইমারের অসাধারণ গোলে এগিয়ে যায় ব্রাজিল। সেই সঙ্গে নেইমার ছুঁয়ে ফেলেন পেলের রেকর্ডও। 

মাঝমাঠ থেকে খেলা শুরু করেছিলেন নেইমারই। প্রথমে পাস খেলেন পেদ্রোর সঙ্গে। সেখান থেকে নেইমার বল পেয়ে পাকুয়েতাকে। পাকুয়েতার থেকে পাস পেয়ে গোলকিপার লিভাকোভিচকে এক টোকায় কাটিয়ে বল জালে জড়ালেন নেইমার। সঙ্গে সঙ্গে দুলে উঠল এডুকেশন সিটি স্টেডিয়ামে হলুদ রঙে রাঙিয়ে ওঠা গ্যালারি। মাঠে ও মাঠের বাইরে সাম্বা নাচে মেতে উঠল অগণিত সেলেকাওরা। ব্রাজিল ভেবেছিল তারা সেমিফাইনালে উঠে গিয়েছে। মুহূর্তের অসাবধানতায় গোল খেয়ে বসে তারা। ১১৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণে আসে ক্রোয়েশিয়া। সেখান থেকে পেরিসিচের পাসে বাঁ পায়ের শটে গোল করেন ব্রুনো পেটকোভিচ। ফলে ম্যাচ গড়াল টাইব্রেকারে। সেখানে শেষ পর্যন্ত ফের ডমিনিক লিভাকোভিচের সৌজন্যে শেষ চারে চলে গেল ক্রোয়েশিয়া। 

আরও পড়ুন: FIFA World Cup 2022, CRO vs BRA: কুড়ি বছরেও ঘাড় থেকে নামল না 'ভূত'! বিদায় নিল ব্রাজিল, লিভাকোভিচের সৌজন্যে শেষ চারে ক্রোয়েশিয়া

আরও পড়ুন: FIFA World Cup 2022: ১৭ হাজারের টিকিট বিক্রি হচ্ছে ৫ লাখে! কোন ম্যাচের জন্য জানেন? চমকে যাবেন

জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচ খেলে পেলের ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করলেন পিএসজি তারকা। পেলের অবশ্য এই কীর্তি গড়তে লেগেছিল ৯২ ম্যাচ। পেলেকে স্পর্শ করার দিনেই অবশ্য কেঁদে ভাসাতে হল নেইমারকে। কারণ কাপ যুদ্ধ থেকে তাঁর দলকে ছিটকে যেতে হল। 

এবারের বিশ্বকাপ খেলতে আসার আগেই জানিয়েছিলেন যে, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। এবারও নেইমারের বিশ্বকাপ অধরাই থেকে গেল। পরের কাপ যুদ্ধ ২০২৬। নেইমারের বয়স হবে ৩৪। তিনি কি ফের একবার চেষ্টা করবেন? সেটা অবশ্য বলবে সময়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.