Lionel Messi and Diego Maradona, FIFA World Cup 2022: 'ডু অর ডাই' ম্যাচের আগে ফুটবল 'আইডল' দিয়েগোর শরণাপন্ন মেসি, কী লিখলেন?

Lionel Messi and Diego Maradona: ২৫ নভেম্বর ছিল দিয়েগোর মারাদোনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। বিশ্বের সমস্ত ফুটবলপ্রেমীরা মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। মেসিও তাঁর 'ফুটবল দেবতা' দিয়েগোর বল নিয়ে এগিয়ে যাওয়ার একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

Updated By: Nov 26, 2022, 08:02 PM IST
Lionel Messi and Diego Maradona, FIFA World Cup 2022: 'ডু অর ডাই' ম্যাচের আগে ফুটবল 'আইডল' দিয়েগোর শরণাপন্ন মেসি, কী লিখলেন?
এভাবেই প্রিয় লিও-র মাথায় আশীর্বাদের হাত রেখে তাঁকে আগলে রাখতেন দিয়েগো মারাদোনা। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরিয়ারে অনেক কিছুই তো পেয়েছেন। তবে ট্রফি ক্যাবিনেটে শুধু মহার্ঘ্য বিশ্বকাপটাই নেই। সেই অধরা মাধুরী নিজের নামে করার লক্ষ্য নিয়ে কাতারে (Qatar) এসেছেন লিওনেল মেসি (Lionel Messi)। ১৯৮৬ সালের পর আর্জেন্টিনাও (Argentina) কাপ জয়ের স্বাদ পায়নি। শেষবার মেক্সিকো বিশ্বকাপে (Mexico World Cup 2022) ট্রফি হাতে তুলেছিলেন দিয়েগো মারাদোনা (Diego Maradona)। দীর্ঘ ৩৬ বছর পর ফুটবল 'আইডল' দিয়েগোর তালিকায় নাম লেখানোর এটাই যে 'এল এম টেন'-এর (LM 10) কাছে শেষ সুযোগ। তবে সময় ভালো যাচ্ছে না। কাকতালীয়ভাবে এবার সেই মেক্সিকোর ((Mexico) বিরুদ্ধেই নামবে নীল-সাদা ব্রিগেড। 

কোপা আমেরিকা (Copa America) জয়ী দল টানা ৩৬টি ম্যাচ জিতে কাপ যুদ্ধে খেলতে এলেও, প্রথম ম্যাচেই সৌদি আরবের (Saudi Arabia) কাছে ১-২ ব্যবধানে হেরে গিয়েছে। ফলে আর কয়েক ঘণ্টা পর শুরু হতে চলা মেক্সিকো ম্যাচ তাঁর কাছে 'ডু অর ডাই'। এমন একটা ম্যাচে নামার আগে ফের একবার 'ফুটবল আইডল'-এর শরণাপন্ন মেসি। 

আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: মেসিকে 'ম্যাজিশিয়ান' মনে করলেও, হুঙ্কার দিলেন গিয়ের্মো ওচোয়া

আরও পড়ুন: Lionel Messi, 2022 FIFA World Cup: 'ডু অর ডাই' ম্যাচে কোন পাঁচ বড় বদল করতে পারেন মেসিদের হেড কোচ? জেনে নিন

২৫ নভেম্বর ছিল দিয়েগোর মারাদোনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। বিশ্বের সমস্ত ফুটবলপ্রেমীরা মারাদোনাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। মেসিও তাঁর 'ফুটবল দেবতা' দিয়েগোর বল নিয়ে এগিয়ে যাওয়ার একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। যদিও তিনি সেই ছবির কোনও ক্যাপশন দেননি। 

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন দিয়েগো। সেই সময় মেসিকে তিনি আগলে রাখতেন। প্রচারের সব আলো নিজেই শুষে নিতেন। মেসির উপর চাপ পড়তে দিতেন না। ২০১০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচ জিতে জার্মানির সামনে পড়ে নীল-সাদা জার্সিধারীরা। চার গোল হজম করতে হয়েছিল আর্জেন্টিনাকে। চার বছর বাদে সেই জার্মানির কাছে ফাইনালে হেরে স্বপ্ন ভাঙে মেসিদের। ২০২২ সালে আর্জেন্টিনা প্রায় খাদের কিনারায়। মেক্সিকো হারাতে না পারলে কাতার বিশ্বকাপ শেষ হয়ে যাবে আর্জেন্টিনার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.