Lionel Messi, FIFA World Cup 2022: মেসিকে কীভাবে রুখবেন? ছক নিজেই জানালেন দিদিয়ের দেশঁ

রাশিয়া বিশ্বকাপে ৩-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। সেই দলকেই শেষ চারের ম্যাচে একই ব্যবধানে লুকা মদ্রিচের উড়িয়ে দিয়েছিল নীল-সাদা বাহিনী। ঠিক তেমনই চার বছর আগে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। সেটা মনে রেখেই মেসির দলকে সমীহ করছেন দেশঁ।  

Updated By: Dec 15, 2022, 05:40 PM IST
Lionel Messi, FIFA World Cup 2022: মেসিকে কীভাবে রুখবেন? ছক নিজেই জানালেন দিদিয়ের দেশঁ
২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে মেসিকে স্বান্তনা দিচ্ছিলেন দিদিয়ের দেশঁ। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার (Croatia) বিরুদ্ধে আর্জেন্টিনার (Argentina) প্রতিশোধ নেওয়ার ম্যাচটা দেখেছিলেন দিদিয়ের দেশঁ (Didier Deschamps)। দেশঁ জানেন লিওনেল মেসি (Lionel Messi) এই মুহূর্তে খোঁচা খাওয়া বাঘের মতো মাঠে পারফরম্যান্স করছেন। আর সুযোগ পেলেই চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2022) মেগা ফাইনালের মঞ্চে ফ্রান্সকে (France) উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। ২০১৮ সালে কাজানে লজ্জার হারের বদলা ১৮ ডিসেম্বর লুসেল স্টেডিয়ামে নিতে মরিয়া আলবেসেলেস্তেদের অধিনায়ক। তাই মেসিকে আটকানোর সবরকম চেষ্টা করবেন, সেটা স্পষ্ট জানিয়ে দিলেন গত বিশ্বজয়ী কোচ। 

রাশিয়া বিশ্বকাপে ৩-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। সেই দলকেই শেষ চারের ম্যাচে একই ব্যবধানে লুকা মদ্রিচের উড়িয়ে দিয়েছিল নীল-সাদা বাহিনী। ঠিক তেমনই চার বছর আগে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। সেটা মনে রেখেই মেসির দলকে সমীহ করছেন দেশঁ।

আরও পড়ুন: Lionel Scaloni, FIFA World Cup 2022: বিশ্বকাপ জিতে মেনোত্তি, বিলার্দোর তালিকায় নাম লেখাতে পারবেন 'পার্ট টাইম' থেকে 'ফুল টাইম' কোচ লিওনেল স্কালোনি?

আরও পড়ুন: Didier Deschamps, FIFA World Cup 2022: মারিও জাগালো, ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ারের কীর্তি ভেঙে অনন্য রেকর্ড গড়ার অপেক্ষায় দিদিয়ের দেশঁ?

সাংবাদিক বৈঠকে মেসির প্রসঙ্গে প্রশ্ন উঠলেই দেশঁ বলেন, 'এই আর্জেন্টিনা আর চার বছর আগে আমরা যে আর্জেন্টিনাকে হারিয়েছিলাম, সেটা এক দল নয়।' এরপর তিনি মেসিকে নিয়ে যোগ করেন, 'প্রতিযোগিতার শুরুর মেসি অসাধারণ পারফরম্যান্স করছে। চার বছর আগে ও এত ভালো ফর্মে ছিল না, তবে এবার যেন মেসি একটা অন্য টার্গেট নিয়ে খেলে চলেছে। মেসি এমন ফর্ম ফাইনালে বজায় রাখলে আমাদের মতো দল তো ওকে সমীহ করবেই।' 

মেগা ফাইনালে দুই দলে একাধিক তারকার সমাহার। তবে সবার মধ্যে আলো করে বসে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। একজনের বয়স ৩৫। আন্তর্জাতিক মঞ্চে শেষ ম্যাচ খেলতে নামবেন। অন্যদিকে ২৩ বছরের এমবাপে এবার তাঁর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে নামবেন।  

মেসিকে কেউ কেউ সময়ের সেরা, আবার কেউ কেউ সর্বকালের সেরা বলে থাকেন। মেসি সেরা, এই কথা মানেন দেশঁ। তিনি বলেন, 'মেসি হয়তো বিশ্বের সেরা, কিংবা সেরাদের মধ্যে সেরা। আমরা ওকে থামানোর চেষ্টা করব। যেমন ওরাও আমাদের কিছু ফুটবলারকে থামাতে আপ্রাণ চেষ্টা করবে। এটাই তো ফুটবলের নিয়ম। এটাই ফুটবলের মজা।' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.