Cristiano Ronaldo, FIFA World Cup 2022: দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবেন না রোনাল্ডো! কিন্তু কেন? জবাব দিলেন ফের্নান্দো স্যান্টোস

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) নিয়ে ভালো-মন্দ খবরের শেষ নেই। বিতর্ক ও 'সি আর সেভেন' (CR 7) যেন সমার্থক। কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022)। খেলতে আসার ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব (Manchester United) ও সেই দলের হেড কোচ এরিক টেন হ্যাগের (Erik ten Hag) বিরুদ্ধে মুখ খুলে এসেছেন। কাপ যুদ্ধ খেলতে এসে প্রথমে ঘানার (Ghana) বিরুদ্ধে পেনাল্টি পাওয়া নিয়ে প্লে-অ্যাক্টিং করে বিতর্কে জড়িয়েছিলেন। এমনকি উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে গত ম্যাচে ব্রুনো ফার্নান্দেজের (Bruno Fernandes) গোল নিজের নামে করতে যাওয়ার জন্যও তাঁকে অনেক সমালোচনা হজম করতে হয়েছে। এখন শোনা যাচ্ছে 'সি আর সেভেন' নাকি দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবেন না! তাঁর নাকি হালকা চোট রয়েছে। তাই সতীর্থদের সঙ্গে মাঠে নেমে অনুশীলন করার বদলে কয়েক দিন একা জিম করেছিলেন। 

উরুগুয়েকে হারিয়ে ইতিমধ্যেই প্রি-কোয়ার্টারে উঠে গিয়েছে পর্তুগাল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচটা গ্রুপ শীর্ষে থাকার লড়াই। হারলেও মোটামুটি গ্রুপ শীর্ষে থাকা নিশ্চিত রোনাল্ডোদের। তাই এই মহাতারকাকে বিশ্রাম দেওয়ার কথা ভেবেছে টিম ম্যানেজমেন্ট। ফের্নান্দো স্যান্টোস (Fernando Santos) বলেন, 'দেখা যাক। রোনাল্ডো খুব দ্রুত অনুশীলনে ফিরবে এটা বলতে পারি। কিন্তু শুক্রবারের ম্যাচে ওর খেলার সম্ভাবনা ৫০ শতাংশ। যদি স্বাভাবিক অনুশীলন করে তা হলেই খেলবে।'  

আরও পড়ুন: Lionel Messi and Diego Maradona: কাপ যুদ্ধে 'আইডল' মারাদোনার রেকর্ড ভেঙে কী বললেন মেসি? জেনে নিন

আরও পড়ুন: FIFA World Cup 2022: নেইমার স্বস্তির মাঝে অজানা জ্বরের কবলে পাকুয়েতা-অ্যালিসনরা, ক্যামেরুনের বিরুদ্ধে 'মিনি হাসপাতাল' ব্রাজিলের প্রথম একাদশে কটা বদল?

দলের হেড কোচ ফের বলেন, 'গত দুই ম্যাচেই রোনাল্ডোকে তুলে নিয়েছিলাম। ক্রিশ্চিয়ানো না খেললেও অন্য পরিকল্পনা রয়েছে আমাদের। সব সময়েই এক জন ফুটবলার খেলবে এটা হতে পারে না। পরিকল্পনা না থাকলে তো এগোতেই পারতাম না।' 

বুধবার রোনাল্ডোর পাশাপাশি মিডফিল্ডার ওটাভিয়ো, দানিলো এবং নুনো মেন্দেসও অনুশীলন করেননি। পরের দু’জন চোট সারিয়ে উঠছেন। রোনাল্ডো খেললে তাঁর সামনে সুযোগ থাকবে ইউসেবিয়োকে ছোঁয়া বা টপকানোর। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল করার নজির রয়েছে তাঁরই (৯)। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
FIFA World Cup 2022: Cristiano Ronaldo doubtful for vs South Korea match, says Fernando Santos
News Source: 
Home Title: 

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবেন না রোনাল্ডো! কিন্তু কেন? জবাব দিলেন ফের্নান্দো স্যান্টোস 

 

Cristiano Ronaldo, FIFA World Cup 2022: দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবেন না রোনাল্ডো! কিন্তু কেন? জবাব দিলেন ফের্নান্দো স্যান্টোস
Caption: 
কাপ যুদ্ধের মাঝে হালকা চোটে ভুগছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: টুইটার
Yes
Is Blog?: 
No
Section: