Lionel Messi, FIFA World Cup 2022: একটা সত্যি রূপকথা! মেসির অটোগ্রাফ নেওয়া আলভারেজই জোড়া গোলে মেসির কোলে

মঙ্গলবার, মেসির বর্তমান সতীর্থ এবং ফ্যানবয় আলভারেজ খেলেছেন মেসির পাশে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দুটি গোল করেন তিনি। এর মধ্যে একটি গোলের ঠিকানা লেখা পাশ তাঁকে দেন স্বপ্নের নায়ক মেসি নিজে। প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দেওয়ার পর ভাইরাল হয়েছে আলভারেজের এই ১০ বছরের পুরনো ছবি।

Updated By: Dec 14, 2022, 02:19 PM IST
Lionel Messi, FIFA World Cup 2022: একটা সত্যি রূপকথা! মেসির অটোগ্রাফ নেওয়া আলভারেজই জোড়া গোলে মেসির কোলে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দশ বছর আগে জুলিয়ান আল্ভারেজের বয়স ছিল মাত্র ১২ বছর। সেই সময় তাঁর স্বপ্নের খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলার সুযোগ পান তিনি। ছবি তুলে তাঁর মনে হয়েছিল জীবনের সব শখ পূর্ণ হয়ে গিয়েছে। তখনকার ১২ বছর বয়সী জুলিয়ান আলভারেজ আজ আর্জেন্টিনার অন্যতম বড় ভরসা। আর তাঁকে গোলের ঠিকানা লেখা পাশ দিচ্ছেন তাঁর স্বপ্নের নায়ক; ১০ বছর আগের সেই ছবির লিওনেল মেসি।

মঙ্গলবার, মেসির বর্তমান সতীর্থ এবং ফ্যানবয় আলভারেজ খেলেছেন মেসির পাশে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দুটি গোল করেন তিনি। এর মধ্যে একটি গোলের ঠিকানা লেখা পাশ তাঁকে দেন স্বপ্নের নায়ক মেসি নিজে। তাঁর গোলের উপর ভরসা করেই ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে হারিয়ে বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় পৌঁছে গেল আর্জেন্টিনা।

ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের শেষ ম্যাচে নিজের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।   

প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দেওয়ার পর ভাইরাল হয়েছে আলভারেজের এই ১০ বছরের পুরনো ছবি। ছবিতে দেখা গিয়েছে আলভারেজের ফ্যানবয় মুহূর্ত। সেখানে তাকে মেসির পাশে পোজ দিতে দেখা গিয়েছে।

 

দুই সুপারস্টারের জুটির এই এক দশক পুরোনো ছবি ভক্তদের অন্যতম পছনদের তালিকায় জায়গা করে নিয়েছে। ভক্তরা ইতিমধ্যেই তাদেরকে ‘অসাধারণ জুটি’ বলে অভিহিত করেছেন।

একজন নেটনাগরিক মন্তব্য করেছেন, ‘কল্পনা করুন আপনার আইডলের সঙ্গে একটি ছবি তলার ইচ্ছা থেকে বিশ্বকাপে তার সঙ্গে গোল করা’।

আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup: হার-জিত যাই হোক, লুসেল থেকেই আর্জেন্টিনাকে বিদায় জানাবেন, জানিয়ে দিলেন মেসি

আলভারেজ ২০২১ সালের ৩ জুন বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচে আন্তর্জাতিক অভিষেক করেন। মেসির অভিষেকের প্রায় ১৬ বছর পরে হয় তাঁর অভিষেক। বর্তমান টুর্নামেন্টে তার গোল চারটি। অন্যদিকে তাঁর কিংবদন্তি সতীর্থের রয়েছে পাঁচটি গোল।

৩৫ বছর বয়সী মেসি, যিনি ২০১৪ সালের ফাইনালে জার্মানির কাছে পরাজিত হন। তিনি তার প্রথম বিশ্বকাপ জিতে ১৯৭৮ এবং ১৯৮৬ সালে জয়ীদের পাশে আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা এনে দিতে মরিয়া।

আরও পড়ুন: Luis Suarez On Lionel Messi: 'বন্ধু সারা বিশ্ব উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে তোমার জন্য'!

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে ফের একবার দুর্দান্ত পারফরম্যান্স ম্যাচসেরার শিরোপা তুলে দেয় মেসির হাতে। ম্যাচে নিজে একটি গোল করছেন। গোল করিয়েছেন আলভারেজকে দিয়ে। এরপরও তিনি বলেন বলেন, ম্যাচসেরার পুরস্কারটি তাঁর সতীর্থ জুলিয়ান আলভারেজের প্রাপ্য। আলভারেজকে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার বলেন মেসি। তিনি বলেন, ‘আমরা দল হিসেবে খেলি। এটাই আমাদের সবচেয়ে ভাল গুন। এই ম্যাচে আলভারেজ দুর্দান্ত খেলেছে, অসাধারণ। ও মাঠে সবার চেয়ে বেশি দৌড়েছে, অনেক গোলের সুযোগ তৈরি করেছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল আলভারেজ। ম্যাচ সেরার পুরস্কার আলভারেজের প্রাপ্য’।

অনেকেই মনে করছেন ১০ বছর বয়সে মেসির পাশে ছবি তোলা থেকে শুরু করে মেসির মুখে নিজের ভাল খেলার কথা শোনা আসলে আলভারেজের জীবনে একটা বৃত্তকে সম্পূর্ণ করল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

 

.