পোল্যান্ডকে হারিয়ে নক আউটের আশা জিইয়ে রাখল কলম্বিয়া
শুরুতে কলম্বিয়ার ওপর চাপ তৈরি করে রবার্ট লেওয়ানডস্কিরা।
নিজস্ব প্রতিবেদন : জাপানের কাছে হারলেও পোল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে জয়ের মুখ দেখল কলম্বিয়া। পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নক আউটের আশা জিইয়ে রাখল কলম্বিয়া। পর পর দুটো ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় পোল্যান্ডের।
What a night for Colombia! #POLCOL // #WorldCup pic.twitter.com/tN9tAv0ehj
— FIFA World Cup (@FIFAWorldCup) June 24, 2018
প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করা এইচ-গ্রুপের দুই দল কলম্বিয়া ও পোল্যান্ড নক আউট পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখতে রবিবার কাজান অ্যারেনায় মুখোমুখি হয়েছিল। শুরুতে কলম্বিয়ার ওপর চাপ তৈরি করে রবার্ট লেওয়ানডস্কিরা। কিন্তু ৪০ মিনিটে ইয়েরি মিনার গোলে প্রথমে এগিয়ে যায় কলম্বিয়া। ৭০ মিনিটে রামাদেল ফালকাওয়ের গোলে ব্যাবধান বাড়ায় কলম্বিয়া। পাঁচ মিনিট পরেই কুয়াদ্রাদোর গোলে স্কোরলাইন ৩-০ হয়।
আরও পড়ুন - পিছিয়ে পড়েও সেনেগালের জয় রুখে শেষ ষোলোর পথে জাপান
এইচ গ্রুপে জাপান এবং সেনেগালের পয়েন্ট ৪। ৩ পয়েন্ট কলম্বিয়ার। শেষ ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে লাতিন আমেরিকার দেশটি। পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোর আশা জিইয়ে রাখলেন হামেস রডরিগেজ-রাদামেল ফালকাওরা।