বিশ্বকাপে স্টেডিয়াম ফাঁকা, ফিফা কাকে দুষছে জানেন?
ফিফা বলছে, তাদের সাইট ও কাউন্টার থেকে সব টিকিট বিক্রি হচ্ছে।
নিজস্ব প্রতিনিধি : আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ। গ্যালারিতে আসন ফাঁকা। পর্তুগাল বনাম ইরানের টানটান উত্তেজনাময় ম্যাচ। তাতেও নাকি স্টেডিয়াম ভরেনি। রাশিয়ায় বিশ্বকাপের আগে স্টেডিয়ামের অন্তত ৯৮ শতাংশ আসন ভর্তি রাখার লক্ষ্য নিয়েছিল ফিফা। কিন্তু তা এখনও পর্যন্ত পূরণ হয়নি।
আরও পড়ুন- মাঠে নয়, 'বিছানা'তেই চোট পেয়েছিলেন মার্সেলো
ফিফা বলছে, তাদের সাইট ও কাউন্টার থেকে সব টিকিট বিক্রি হচ্ছে। কিন্তু তার পরও আসন ফাঁকা থাকছে। ফিফার কম্পিটিশন ডিরেক্টর কলিন স্মিথ বলছেন, ''আমরা সব আসন ভর্তি থাকবে বলে আশা করেছিলাম। বিশ্বকাপ বলে কথা। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে অন্য জায়গায়। ভিআইপি ফ্যানদের জন্য সমস্যায় পড়তে হচ্ছে। করণ অনেক সময় তাঁরা হসপিটালিটি বক্সে বসে খেলা দেখছেন। তা ছাড়া অনেক সময় নিরাপত্তার কথা মাথায় রেখে ভিআইপি ফ্যানদের আসনে বসানো যাচ্ছে না। তাদের আলাদা করে বক্সে বসাতে হচ্ছে। ফলে সেইসব আসনগুলো ফাঁকা থেকে যাচ্ছে। আর আমরা তো ভিআইপি অঞ্চলে সাধারণ ফ্যানদের বসাতে পারি না। তাই গ্যালারির অনেকটা ফাঁকা থাকলেও কিছু করার থাকে না।''
আরও পড়ুন- শেষ ষোলোর লড়াইয়ে কে কার মুখোমুখি