এবার আইসিসি টুর্নামেন্টে দেখা যাবে মহিলা আম্পয়ারদের

বিশ্বকাপ ক্রিকেটের আসরে এবার ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে মহিলা আম্পয়ারদের। ক্লেয়ার পোলোসাক নামের অস্ট্রেলিয়ার এক মহিলা আম্পয়ার মহিলাদের বিশ্বকাপ টি টোয়েন্টি যোগ্যতাঅর্জনপর্বে ম্যাচ পরিচালনা করার কথা ঘোষণা করল আইসিসি।  তাঁর সঙ্গে থাকবেন আরও তিন মহিলা আম্পয়ার। তাঁরা হলেন নিউজিল্যান্ডের ক্যাথালিন ক্রোস, ইংল্যান্ডের সুই রেডফার্ন, ও.ইন্ডিজের জ্যাকলিন উইলিয়ামস। এই প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টে চারজন মহিলা আম্পয়ারকে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে। চলতি সপ্তাহের শেষে ব্যাঙ্ককে শুরু হচ্ছে এই বিশ্বকাপের যোগ্যতাপর্বের টুর্নামেন্ট।

Updated By: Nov 26, 2015, 02:49 PM IST
এবার আইসিসি টুর্নামেন্টে দেখা যাবে মহিলা আম্পয়ারদের

ওয়েব ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটের আসরে এবার ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে মহিলা আম্পয়ারদের। ক্লেয়ার পোলোসাক নামের অস্ট্রেলিয়ার এক মহিলা আম্পয়ার মহিলাদের বিশ্বকাপ টি টোয়েন্টি যোগ্যতাঅর্জনপর্বে ম্যাচ পরিচালনা করার কথা ঘোষণা করল আইসিসি।  তাঁর সঙ্গে থাকবেন আরও তিন মহিলা আম্পয়ার। তাঁরা হলেন নিউজিল্যান্ডের ক্যাথালিন ক্রোস, ইংল্যান্ডের সুই রেডফার্ন, ও.ইন্ডিজের জ্যাকলিন উইলিয়ামস। এই প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টে চারজন মহিলা আম্পয়ারকে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে। চলতি সপ্তাহের শেষে ব্যাঙ্ককে শুরু হচ্ছে এই বিশ্বকাপের যোগ্যতাপর্বের টুর্নামেন্ট।

শোনা যাচ্ছে এই শুরু। সব ঠিক থাকলে মহিলাদের বিশ্বকাপ টি২০-র মূলপর্বেও এবার ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে মহিলাদের। সেই পরীক্ষাতেও পাশ করলে অদূর ভবিষ্যতে কোহলি-স্মিথ-ডেভিলিয়ার্সদের ম্যাচেও হয়তো পরিচালনা করতে দেখা যাবে মহিলা আম্পয়ারদের।

.