টোলগে`কে নিয়ে দোলাচলে ফেডারেশন

গোয়ার মাঠে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে টোলগের বিরুদ্ধে বৃহস্পতিবার কোন সিদ্ধান্তে পৌঁছতে পারল না ফেডারেশন। শুক্রবার ডেম্পো ম্যাচের পর টোলগে ব্যাপারে সিদ্ধান্ত জানাবে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি।

Updated By: Apr 19, 2012, 11:43 PM IST

গোয়ার মাঠে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে টোলগের বিরুদ্ধে বৃহস্পতিবার কোন সিদ্ধান্তে পৌঁছতে পারল না ফেডারেশন। শুক্রবার ডেম্পো ম্যাচের পর টোলগে ব্যাপারে সিদ্ধান্ত জানাবে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি।
গত বছর নভেম্বরে ফতোদরা স্টেডিয়ামের মাঠকর্মীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন টোলগে। সেই কারণে এদিন, এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটি ডেকে পাঠায় টোলগেকে। কমিটির সামনে অবশ্য যাননি টোলগে ওজবে। উপস্থিত ছিলেন দলের ম্যানেজার স্বপন বল। ৪ সদস্যের কমিটি সেদিনের গোটা ঘটনার কথা শোনেন ম্যানেজারের কাছ থেকে। সদস্যরা তাঁকে ঘটনার দিন বিভিন্ন প্রসঙ্গ নিয়েও জিজ্ঞাসাও করেন। ফেডারেশন সুত্রে পাওয়া খবর শাস্তি হিসেবে টোলগেকে আর্থিক জরিমানা করতে পারে ফেডারেশন।

.