আই লিগ ট্রফি নিয়ে সমস্যায় ফেডারেশন

Updated By: Apr 18, 2017, 11:17 PM IST
আই লিগ ট্রফি নিয়ে সমস্যায় ফেডারেশন

 

 

ব্যুরো: আই লিগের খেতাবি দৌড় চাপে ফেলে দিয়েছে ফেডারেশন কর্তাদের। ধরে নেওয়া যাক আইজলেই ফয়সালা হয়ে গেল এবারের আই লিগের। তাহলে কোনও সমস্যাই থাকছে না ফেডারেশনের। কেননা যে দল চ্যাম্পিয়ন হবে তাদের শেষ ম্যাচে আই লিগ ট্রফি তুলে দেওয়া হবে। কিন্তু আইজল বনাম মোহনবাগান ম্যাচ যদি ড্র হয় তাহলেই সমস্যা বাড়বে ফেডারেশনের। সেক্ষেত্রে আইজল আর মোহনবাগান দু দলেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে। এই পরিস্থিতিতে কি করা উচিত,সেটাই ভেবে উঠতে পারছেন না ফেডারেশন কর্তারা। শেষপর্যন্ত ঠিক হয়েছে যদি আইজলে খেতাবের ফয়সালা না হয়,তাহলে কলকাতায় আর শিলং দুটো আলাদা জায়গায় দুটো আই লিগ ট্রফি নিয়ে যাওয়া হবে। একটা জায়গায় নিয়ে যাওয়া হবে আসল ট্রফি। আর এক জায়গায় নিয়ে যাওয়া হবে আই লিগ ট্রফির রেপ্লিকা। মঙ্গলবারই শেষ রাউন্ডের সূচি প্রকাশ করল ফেডারেশন। তিরিশে অক্টোবার রবীন্দ্র সরোবরে সন্ধে সাতটায় চেন্নাই সিটির মুখোমুখি মোহনবাগান। একই দিনে ও একই সময় অ্যাওয়ে ম্যাচে লাজংয়ের মুখোমুখি হবে আইজল। 

 

.